EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1281. ডাই কাস্টিং মেশিন কত প্রকার?
৪ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: ডাই কাস্টিং ঃ গলিত ধাতুকে উচ্চ চাপে ধাতব মোল্ডে বা ডাইতে সরবরাহ করিয়ে চালাই কাজ সম্পন্ন করাকে ডাই কাস্টিং বলে। ডাই কাস্টিং মেশিন তিন প্রকার, যথা- (ক) কোল্ড চ্যাম্বার মেশিন, (খ) হট চ্যাম্বার মেশিন ও (গ) এয়ার গ্লোন বা গ্রোস নিক মেশিন।
1282. সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং পদ্ধতিতে কাস্টিং-এর মধ্যস্থলে অপদ্রব্য জমা হয় কি?
হ্যাঁ
না
1283. মোল্ড গর্তে গলিত ধাতু সহজে প্রবাহিত করতে- সাহায্য করে।
ফিলেট
অ্যালুমিনিয়াম
মোম
লৌহ
1284. কোর ব্যবহৃত হয়-
ঢালাইয়ের অভ্যন্তরে গর্ত বা ফাঁপা রাখা
মোল্ড সারফেস উন্নত করা
গ্রিন স্যান্ড মোল্ড একটি অংশ তৈরি করা
উপরের সবকয়টি
ব্যাখ্যা: ঢালাই কাজে নিম্ন লিখিত কারণে কোর ব্যবহার করা হয়:- (ক) কাস্টিং-এর ভিতর কোনো স্থানে ফাঁকা স্থান, হোল রাখার জন্য কোর ব্যবহার করা হয়। ফাঁকা স্থান, হোল রাখার জন্য কোর ব্যবহার প্রয়োজন। ( খ ) গেট ও রানারের ক্ষয় হ্রাস করার জন্য কোর ব্যবহার করা হয়। (গ) মোল্ডের ডলকে শক্ত এবং উন্নত করার জন্য। ( ঘ) গলিত ধাতু হতে অপদ্রব্য দূর করার জন্য স্ট্রেইনার কোর হিসেবে ব্যবহার করা হয়
1286. ব্যবহার অনুযায়ী মোল্ডিং স্যান্ড কয় প্রকার?
১০ প্রকার
৫ প্রকার
৯ প্রকার
৮ প্রকার
ব্যাখ্যা: মোল্ডিং স্যান্ডকে ব্যবহার অনুসারে নয় ভাগে ভাগ করা যায়, যথা- ১) প্রিন স্যান্ড (Green zand) ২) ড্রাই স্যান্ড (Dry sand) ৩। লোম স্যাক (Loain sand), ৪। ফেসিং স্যান্ড (Facing sund), ৫। ব্যাকিং স্যান্ড (Backing sand), ৬। কোর স্যান্ড (Core sundi) ৭। পার্টিং স্যান্ড (Parting sand ৮। সিস্টেম স্যান্ড (System sand) এবং ৯। মোলাসেস স্যান্ড ও অয়েল স্যান্ড
1287. মোল্ডিং-এর দুই অংশকে আলাদা রাখার জন্য ব্যবহৃত হয়-
লোম স্যান্ড
ফেসিং স্যান্ড
ফ্লোর স্যান্ড
পার্টিং স্যান্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: পার্টিং স্যান্ড (Parting sund): মোল্ডের দুই অংশকে আলাদা রাখার জন্য কোপ পার্ট এবং ড্রাগের পার্টের মধ্যবর্তী স্থানের কাদামুক্ত সুন্দর দানাযুক্ত শুকনো বালি ছিটিয়ে দেয়া হয়, একেই পার্টিং স্যান্ড বলে।
1288. মোল্ড সাধারণত কীসের তৈরি হয়ে থাকে?
কাঠ
চামড়া
বালি
ব্রাশ
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোল্ড (Mould) : ঢালাই পদ্ধতিতে কোনো বস্ত্র তৈরি করতে হলে প্রথমে বস্তুর অনুরূপ আকৃতি প্যাটার্নের সাহায্যে ফাঁকা স্থান তৈরি করতে হয়, এ ফাঁকা স্থানকে মোল্ড বা ছাঁচ বলে। বালি, মোম, লৌহজাত দ্রব্য ইত্যাদির সাহায্যে মোল্ড তৈরি করা হয়। মোল্ড প্রধানত দুই প্রকার, যথা-(ক) স্থায়ী মোল্ড (P'ermanent mould) (খ) অস্থায়ী মোল্ড (Temporary mould) করে।
1289. রাইজার-এর উদ্দেশ্য হলো-
মোন্ড ক্যাভিটিতে গলিত ধাতু সরবরাহ
গলিত ধাতুর আধার হিসেবে
মোল্ডের ভিতর থেকে বাতাস বের করা
পিউরিন বেসিন থেকে গেট পর্যন্ত গলিত ধাতু সরবরাহ
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাইজার (Riser) : মোল্ডের ভিতর থেকে বাতাস বের করা এবং অতিরিক্ত ধাতু জমা রাখা, যাতে সংকোচনের সময় ধাতু সরবরাহ করতে পারে।
1290. গড় কাজে, ইনভেস্টমেন্ট কাস্টিং-এ টলারেন্স-এর জন্য তৈরি হয়-
±0.05 mm
±0.5 mm
±10.2 mm
±0.9 min
1291. অপর্যাপ্ত ভেন্টিং-এর কারণে নিচের কোন ত্রুটি দেখা যায়?
শিফট
হট-টিয়ার
ব্লো-হোল
সংকোচন
1292. নিম্নের কোনটি কাস্টিং-এর ত্রুটি?
স্ল্যাগ
ব্রো-হোল
হট-টিয়ার
খও গ উভয়ই
1293. যখন গলিত ধাতুকে মাধ্যাকর্ষণ-এর প্রভাবে ক্যাভিটিতে প্রযুক্ত করা হয়, তখন এ ধরনের কাস্টিংকে বলে--
ডাই কাস্টিং মেথড
স্লাশ কাস্টিং মেথড
পারমানেন্ট বা স্থায়ী মোল্ড কাস্টিং মেথড
সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং মেথড
ব্যাখ্যা: ডাই কাস্টিং: (Die casting) এ পদ্ধতিতে স্থায়ী ধাতব মোল্ডের ভিতর উচ্চ চাপ (সর্বোচ্চ 300 kg/cm²)-এর সাহায্যে গলিত ধাতু ঢালাই করা হয়। ব্যবহার: স্পিডোমিটার, উইন্ডশিল্ড ওয়াইপার, হর্ন পার্টস, কার্বুরেটর ইত্যাদি দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয়। এ ছাড়ার ঘড়ি ও স্বর্ণালংকার শিল্পে ব্যবহার করা হয়। স্লাশ কাস্টিং: (Slach casting) এটি স্থায়ী মোল্ড পদ্ধতি। কোর ছাড়া ফাঁপা অংশে ঢালাই করতে এ পদ্ধতি ব্যবহৃত হয়। গলিত ধাতু ঢালাইয়ের পর প্রথমে এর বাহিরের তল কিছু গভীরতা পর্যন্ত ঠান্ডা হওয়ার পর মোল্ডকে উল্টিয়ে-দেওয়া হয়। ফলে মোল্ডের গলিত অংশ নিচে পড়ে মাঝের ফাঁপা অংশ তৈরি করে। ব্যবহারঃ সিসা, টিন, জিংক প্রভৃতি অলৌহজাত ধাতুর সংকরের খেলনা, পুতুল ও গহনাজাতীয় কাজ করতে এ পদ্ধতি ব্যবহার করা হয়। পারমানেন্ট বা স্থায়ী মোল্ড কাটিং মেথড: যদি গলিত ধাতুকে কোনো স্থায়ী মোল্ডের ভিতর সাধারণ গ্র্যাভিটি হেডের মাধ্যমে ভর্তি করা হয়, তখন তাকে গ্র্যাভিটি ডাই কাস্টিং বা স্থায়ী মোল্ড কাস্টিং বলে। আবার যদি গলিত ধাতুকে কোনো মেটালিক-ডাইয়ের ভিতর কইরের চাপের সাহায্যে ভর্তি করা হয় তখন তাকে প্রেসার ডাই কাস্টিং বা সাধারণভাবে ডাই কাস্টিং বলা হয়। সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং (Centrifugal casting) উচ্চ গতিতে ঘূর্ণায়মান (1500 ppm) মোল্ডের ভিতর গলিত ধাতু ঢেলে দিয়ে কাস্টিং করা হয়। আবর্তনের ফলে ক্রিয়াশীল কেন্দ্রবিমুখী বল ধাতুকে সঠিক স্থানে স্থাপন করে। ব্যবহার: লোহার পাইপ, ব্যারেল, স্লিভ, বেলনাকৃতি প্রতিসামা আকারের ঢালাই বস্তু উৎপাদনে এ পদ্ধতি ব্যবহার হয়।
1294. অলংকার তৈরির জন্য নিম্নবর্ণিত কোন কাস্টিং পদ্ধতি ব্যবহার করা হয়?
ডাই কাস্টিং
স্ল্যাশ কাস্টিং
সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং
মোল্ড কাস্টিং
1295. দুইটি অংশ নিয়ে গঠিত মোল্ডের উপরের অংশকে বলে-
চিক
ড্রাগ
কোপ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: প্যাটার্নকে দুই ভাগে এমনভাবে ভাগ করা হ্যায় যাতে দুটি অংশের ছাঁচ একসঙ্গে জোড়া দিলে একটি সম্পূর্ণ ছাঁচ তৈরি হয়। এক্ষেত্রে প্যাটার্নের উপরের অংশকে কোপ এবং নিচের অংশকে ড্র্যাগ বলে।
1296. মোল্ডিং বালির যে গুণের কারণে মোন্ডে গলিত ধাতু ঢালার পর সৃষ্ট বাতাস, বাষ্প বা গ্যাস সহজেই এর ভিতর দিয়ে বের হতে পারে, তাকে বলে-
কলাপসিবিলিটি
পারমিয়্যাবিলিটি
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
ব্যাখ্যা: ব্যাখ্যা: অ্যাডহেসিভনেস (Adhesiveness) : এটি মোল্ডিং বালির এমন একটি গুণ যার সাহায্যে এটি অন্য পদার্থের সঙ্গে লেগে থাকতে পারে, একে মোল্ডিং বালির আঠালতা বলে। এ কারণে মোল্ড তৈরি করলে এটি মোল্ডিং বাক্সে লেগে থাকে, যার ফলে মোল্ডিং বাক্স নড়াচড়া করলেও এটা ভেঙে পড়ে না। কোহেসিভসেস (Cohesiveness) : মোল্ড ব্যবহৃত বালির মধ্যে যে গুণ বিদ্যমান থাকলে দানাগুলো পরস্পর গায়ে লেগে থাকে তাকে কোহেসিভনেস বলে। মোল্ডিং বালির দানাগুলোকে একত্রে জমাট বাঁধতে এ গুণটি অত্যধিক গুরুত্বপূর্ণ। পারমিয়্যাবিলিটি (Permeability): গলিত ধাতুর মধ্যে কিছু পরিমাণ দ্রবীভূত গ্যাস থাকে, যা ধাতু জমাট বাঁধার সময় প্রকাশ পায়। আবার গলিত ধাতু যখন অর্থে বালির সংস্পর্শে আসে তখন গরম জলীয়বাষ্পের সৃষ্টি হয়। এ গ্যাস এবং পানি বাষ্প যদি মোল্ডের ভিতর দিয়ে বের হওয়ার কোনো পথ না পায়, তাহলে এগুলো চালাইয়ে গ্যাস হোল, ক্ষুদ্র ছিদ্র বা লোমকূপের মতো ছিদ্রজাতীয় এটি সৃষ্টি করে। সুতরাং মোল্ডিং বালির যে গুণের জন্য এর মধ্য দিয়ে গ্যাস বা বাষ্প সহজেই বের হয়ে আসতে পারে, সেই গুণকে পারমিয়‍্যাবিলিটি বলে। প্লাসিস্টসিটি (Plasticity): এটি মোল্ডিং বালির এমন একটি গুণ যার কারণে র‍্যামিং প্রেসার এক স্থান হতে অন্য স্থানে বিস্তৃত হয়। আর র‍্যামিং করেই মোল্ডিং বালিকে প্রয়োজনীয় আকার প্রদান করা যায়।
1297. মোল্ডিং বালির অতিরিক্ত আর্দ্রতার জন্য দেখা যায়-
ব্লো-হোল
কোর-ব্লো
হটটিয়ার
শিফট
1298. মোল্ডিং প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৪ ভাগে
৩ ভাগে
৫ ভাগে
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোন্ড (Mould) : চালাই পদ্ধতিতে কোনো বস্ত্র তৈরি করতে হলে প্রথমে বস্তুর অনুরূপ আকৃতি প্যাটার্নের সাহায্যে ফাঁকা স্থান তৈরি করতে হয়, এ ফাঁকা স্থানকে মোল্ড বা ছাঁচ বলে। বালি, মোম, লৌহজাত দ্রব্য ইত্যাদির সাহায্যে মোল্ড তৈরি করা হয়। মোল্ড প্রধানত দুই প্রকার, যথা- (ক) স্থায়ী মোল্ড (Permanent mould) ও (খ) অস্থায়ী মোল্ড (Temporary mould))
1299. গলিত ধাতুকে উচ্চ চাপে ধাতব মোন্ডে সরবরাহ করিয়ে ঢালাই কাজ সম্পন্ন করাকে কাস্টিং বলে।
ডাই
শেল মোল্ড
স্নাশ
লস্ট ওয়াক্স
1300. বালির গুণের সংঘবদ্ধতার উপর ভিত্তি করে যে গুণাগুণ নির্ধারিত হয় তাকে বলে--
কলাপ্সিবিলিটি
পারমিয়্যাবিলিটি
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
ব্যাখ্যা: পারমিয়্যাবিলিটি (Permeability): এক সেন্টিমিটার উচ্চতা এবং এক বর্গসেন্টিমিটার ক্ষেত্রফলবিশিষ্ট একটি বালির নমুনায়। ভিতর দিয়ে প্রতি বর্গসেন্টিমিটারে এক গ্রাম চাপে প্রতি মিনিটে যত ধনসেন্টিমিটার আয়তনের বাতাস বের হয়ে যেতে পারে তা দ্বারাই বালির পারমিয়্যাবিলিটি (বা পারমিয়্যাবিলিটি নাম্বার) নির্দেশিত হয়।