MCQ
1301. প্যাটার্ন তৈরিতে সিংকেজ বা কনস্ট্রাকশন অ্যালাউন্স ১০০ মিমি-এ কত রাখা হয়?
১/২ মিমি
২/৩ মিমি
৩/৪ মিমি
২/৪ মিমি
1302. রিফ্ল্যাক্টরি কত প্রকার?
২ প্রকার
৫ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: রিফ্র্যাক্টরি তিন প্রকার, যথা- ১। অ্যাসিড রিফ্র্যাক্টরি, ২। বেসিক বিফ্র্যাক্টরি, ৩। নিউটাল বিক্র্যাক্টরি।
1303. অবশিষ্ট মেশিনিংবিহীন পৃষ্ঠতলকে মার্ক করা হয় কী দ্বারা?
লাল রং
কালো রং
হলুদ রং
নীল রং
1304. প্যাটার্নে ড্রাফট অ্যালাউন্স কত রাখা হয়?
১°
২°
8°
৩°
1305. কোনটি নিউট্রাল রিফ্যাক্টরি?
সিলিকা
চুন
গ্রাফাইট
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: অ্যাসিড রিফ্যাক্টরি: যে সকল রিফ্র্যাক্টরিতে সিলিকার উপাদান বেশি থাকে, সেগুলোকে অ্যাসিড রিফ্ল্যাক্টরি বলে। যেমন-সিলিকা, ফায়ার ক্লে ।
বেসিক রিফ্ল্যাক্টরি:যে সকল রিফ্যাক্টরিতে মেটাল অক্সাইড জাতীয় অ্যাসিড থিফ্র্যাক্টরির বিপরীতধর্মী পদার্থ বিদ্যমান থাকে তাকে বেসিক রিফ্র্যাক্টরি বলে। যেমন- ম্যাগনেশিয়াম, ডলোমাইট, চুল ইত্যাদি।
নিউট্রাল রিফ্যাক্টরি : যে সকল রিফ্যাক্টরিতে অ্যাসিড বা বেসিক জাতীয় কোনো বিক্রিয়া নেই, তাকে নিউটাল বিফ্যাক্টরি বলে। যেমন- গ্রাফাইট, ক্রোমিয়াম ইত্যাদি।
1306. মোল্ড হতে প্যাটার্ন উত্তোলনের সময় মোল্ডের কিনারা যেন ভেঙে না যায় সে-জন্য প্যার্টানে কী ধরনের অ্যালাউন্স রাখা হয়?
মেশিনিং
র্যাপিং
সংকোচন
ড্রাফট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ড্রাফট অ্যালাউন্স (Draft allowance) : প্যাটার্নের খাড়া অংশসমূহ সোজা থাকলে মোল্ড থেকে তোলার সময় মোল্ড দেয়াল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্যাটার্ন উত্তোলনকালে মোল্ডের খাড়া অংশসমূহকে ভাঙার হাত থেকে রক্ষা করার জন্য প্যাটার্নের খাড়া পার্শ্বসমূহ কিছুটা টেপার করে দেয়া হয়, একে ড্রাফট বা টেপার অ্যালাউন্স (Draft or taper) বলা হয়। এতে প্যাটার্ন তোলার সময় প্যাটার্ন ও মোল্ডের মধ্যে কিছুটা ক্লিয়ারেন্স সৃষ্টি হয়, ফলে মোল্ড ভাঙে না।
1307. বিগলন জোনের উপরে কোন জোন থাকে?
ক্রুসিবল
স্ট্যাক
সুপারহিটিং
প্রিহিটিং
1308. কিউপোলা চুল্লিতে আয়রন ও কোকের অনুপাত-
৬:৩
১০:১
৬:৩
৬:২
1309. কিউপোলার দক্ষতা কত?
(৩০-৫০)%
৬০ %
৭০ %
(৬০-৭০)%
1310. নিচের কোনটি তাপ নিরোধক পদার্থ?
ডলোমাইট
সিলিকা
ফায়ার-ক্লে
উপরের সবগুলো
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: রিফ্যাক্টরিজের ব্যবহার: ধাতু গলানোর সময় চুল্লির ভিতরে লাইনিং-এর চুল্লি নির্মাণে ব্যবহার করা হয়। বয়লার কনস্ট্রাকশন এবং কথাশন চেম্বারের চিমনির ভিতর ব্যবহৃত হয়।
কয়েকটি রিফ্যাক্টরিজের নাম-
(i) সিলিকা (Silica):
(ii) ফায়ার কে (Fire clay)
(iii) ম্যাগনেশিয়াম (Magnesium),
(iv) ডলোমাইট (Dolomite)
1311. প্যাটার্নে মেশিনিং-এর জন্য কী ধরনের অ্যালাউন্স রাখা হয়?
সংকোচন অ্যালাউন্স
ফিনিশিং অ্যালাউন্স
ট্যাপার অ্যালাউন্স
র্যাপিং অ্যালাউন্স
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ১। সংকোচন অ্যালাউন্স (Shrinkage allowance) : ঢালাই কার্যে ছাঁচের মধ্যে গলিত ধাতু যখন ঠান্ডা হয়ে জমাট বাঁধতে শুরু করে তখন এটি কিছুটা সংকুচিত হয়। এতে আকার ছোট হয়ে যায় বলে তা ঠিক রাখার উদ্দেশ্যে প্যাটানটি কিছুটা বড় করে তৈরি করা হয়।
২। ফিনিশিং অ্যালাউন্স (Finishing allowance or machining allowance): সাধারণত ঢালাইকৃত বস্তুর তল মসৃন থাকে না। তাই এ তলকে মসৃণ করার জন্য মেশিনিং করা হয়। অতএব, মেশিনিং এর জন্য প্যাটার্নে যে অ্যালাউন্স রাখা হয়, তাকে মেশিনিং বা ফিনিশিং অ্যালাউন্স বলে।
৩। ড্রাফ্ট অ্যানাউন্স (Drofi allowance or taper allowance) 2 অনেক সময় মোল্ড হতে প্যাটার্নকে উত্তোলন করতে গেলে মোল্ডের কিনারা ভেঙে যেতে পারে। প্যাটার্নের খাড়া তলটি নিচের দিকে সত এরে এ অসুবিধা অনেকাংশে দূর করা যায়। সুতরাং, মোল্ডের ক্ষতিসাধন না করে সহজেই মোল্ড হতে প্যাটার্নকে তুলে আনার জন্য প্যাটার্নে যে অ্যালাউন্স রাখা হয়, তাকে ড্রাফট বা টেপার অ্যালাউন্স বলে।
৪। র্যাপিং বা শেকিং অ্যালাউন্স (Rapping or shaking allowance) : মোল্ড হতে প্যাটার্নকে উত্তোলনের পূর্বে প্যাটার্নের পিঠে ড্র পিন (Draw Pin of Draw-spide) আটকিয়ে প্যাটার্নটিকে কিছুটা নড়াচড়া করানো হয়। একে মোল্ডটি একটি বড় হয়ে প্যাটার্নকে সহজে বাইরে উঠিয়ে আনতে সাহায্য করে। এ কারণে মোন্ডটি নির্দিষ্ট মাপ অপেক্ষা কিছুটা বড় (tightly increase in size হয়ে যায়। এ কারণে উৎপাদিত ঢালাই বস্তুটি বড় হয়ে যায়। এ অসুবিধা দূর করার জন্য প্যাটানটি খানিকটা ছোট করে তৈরি করা হয়। সাধারণত ড্রাফট অ্যানাউন্স বাড়িয়ে শেকিং অ্যানাউন্স বিয়োগ করা হয় বলে একে নেগেটিভ আলাউল (Negeme allowance)- বলা যেতে পারে।
৫। বিকৃতি অ্যালাউন্স (Distortion or camber allowance) অনেক সময় ঢালাইকৃত বন্ধুর আকার, আকৃতি ও ব্যবহৃত ধাতুর কারণে ঢালাই ঠান্ডা হওয়ার সময় মুচড়িয়ে বা বিকৃত হয়ে যেতে পারে। বস্তুটির বিভিন্ন অংশে বিভিন্ন সংকোচন (Uneven shrinkage) বা ধাতুর পুরুত্ব বা জায়গায় সমান না থাকার কারণে এ বিকৃতি ঘটতে পারে বা বস্তুটি বেঁকে যেতে পারে। এরূপ বেঁকে যাবার ধরন লক্ষ রেখে যেদিকে বেঁকে যায় তার বিপরীত দিকে অল্প একটু বাঁকা করে প্যাটার্ন তৈরি করা হয়। একে বিকৃতি অ্যালাউন্স বলে।
1312. যখন গলিত ধাতু 10-200 টন প্রয়োজন হয় তখন কোন চুল্লি ব্যবহৃত হয়?
ওপেন হার্থ ফার্নেস
কুসিবল
কিউপোলা
রোটারি ফার্নেস
1313. প্লাস্টার প্যাটার্ন তৈরিতে কী ব্যবহৃত হয়?
ক্যালসিয়াম
জিপসাম সিমেন্ট
ব্রাস
কোনোটিই নয়
1314. দুইটি অংশ নিয়ে গঠিত মোল্ডের উপরের অংশকে বলে-
চিক
ড্রাগ
কোপ
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্যাটার্নকে দুই ভাগে এমনভাবে ভাগ করা হ্যায় যাতে দুটি অংশের ছাঁচ একসঙ্গে জোড়া দিলে একটি সম্পূর্ণ ছাঁচ তৈরি হয়। এক্ষেত্রে প্যাটার্নের উপরের অংশকে কোপ এবং নিচের অংশকে ড্র্যাগ বলে।
1315. কোথায় রিফ্যাক্টরি ব্যবহৃত হয়?
চুল্লি নির্মাণে
চিমনি নির্মাণে
বয়লার কনস্ট্রাকশনে
উপরের সবগুলো
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: রিফ্যাক্টরির ব্যবহারঃ ধাতু গলানোর সময় চুল্লির ভিতরে লাইনিং-এর চুল্লি নির্মাণে ব্যবহার করা হয়। বয়লার কনস্ট্রাকশন এবং কম্বাশন চেম্বারের চিমনির ভিতর ব্যবহৃত হয়।
1316. অ্যালাউন্স কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
৩ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঢালাই বস্তুর সংকোচনজনিত হ্রাস, মেশিনিং-এর জন্য বাড়তি অংশ, প্যাটার্ন উত্তোলন ইত্যাদি বিষয় চিন্তা করে প্যাটার্নে সাধারণত পাঁচ প্রকার অ্যালাউন্স দেয়া হয়, যেমন-
১। সংকোচন অ্যালাউন্স (Shrinkage allowance):
২। ফিনিশিং অ্যালাউন্স (Finishing allowance):
৩। ড্রাটিফ অ্যালাউন্স (Draft allowance).
৪। শেকিং অ্যালাউন্স (Shaking allowance),
৫। বিকৃতি অ্যালাউন্স (Distorsion allowance)
1317. অ্যালুমিনিয়ামের গলন তাপমাত্রা কত?
1000°C
800°C
705°C
857°C
1318. মাস্টার প্যাটার্ন কী দ্বারা তৈরি করা?
চামড়া
রবার
ফোম
কাঠ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: প্রায় সকল ধাতুই তাপে বাড়ে এবং ঠান্ডা হলে সংকুচিত হয়। তাই ধাতুর প্যাটার্ন প্রজুক্তির ক্ষেত্রে প্রথমে কাঠের প্যাটার্ন প্রস্তুত করে যে ধাতু ধারা ঢালাই করা হবে সেই ধাতুর সংকোচন অ্যালাউন্স যুক্ত করতে হয়। তা ছাড়াও অন্যান্য অ্যালাউন্স (যেমন- উত্তোলন, মেশিনিং, নড়াচড়া ইত্যাদির জন্য অ্যালাউন্স)-এর হিসেব করে ধাতব প্যাটার্ন প্রস্তুত করা হয়। সুতরাং ধাতব প্যাটার্নের এ মূল কাঠের পাটার্নকে মাস্টার প্যাটার্ন বলে।
1319. মেশিনিং করা হবে এমন তলের ক্ষেত্রে প্যাটার্নে কোন রং ব্যবহার করা হয়?
লাল
সবুজ
হলুদ
কালো
1320. কোনো তীক্ষ্ণ কর্নারকে কনকেভ রূপ দেয়াকে কী বলে?
ফিলেট
অ্যালাউন্স
মোম
কোনোটিই নয়