MCQ
1421. তাপ হচ্ছে সকল শক্তির -
উপাদান
উৎস
সহায়ক
সামর্থ্য
1422. নিচের কোনটিকে পরম শূন্য তাপমাত্রা ধরা হয়?
273°C
-273°C
-237°C
237°C
1423. তাপের মেট্রিক একক কোনটি?
BTU
Calory
CHU
কোনোটিই নয়
1424. 1 CHU সমান কত ক্যালরি?
453.6 ক্যালরি
534.6 ক্যালরি
463.5 ক্যালরি
কোনোটিই নয়
1425. কোনটি থার্মোডাইনামিক্স-এর প্রয়োগক্ষেত্র?
রেফ্রিজারেশন
পাওয়ার প্লান্ট
অটোমোবাইল
সবগুলো
1426. এক গ্রাম পানির তাপমাত্রা 1°C. উঠাতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সে পরিমাণ তাপকে কী বলে?
1 বিটিইউ
1 ক্যালোরি
1 সিএইচইউ
কোনোটিই নয়
1427. পানির সংকট চাপ কত?
200bar
221.2bar
300bar
125bar
1428. তাপ মাপা হয় কী দ্বারা?
থার্মোমিটার
ব্যারোমিটার
ক্যালরিমিটার
ম্যানোমিটার
1429. পানির সংকট তাপমাত্রা কত?
647.3K
550K
225K
400K
1430. থার্মোডাইনামিক্স শব্দের আভিধানিক অর্থ কোনটি-
তাপবিদ্যা
রসায়ন বিদ্যা
তাপগতিবিদ্যা
বিদ্যুৎ বিদ্যা
1431. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4°F-এ সেন্টিগ্রেড স্কেলে কত?
36.89°C
89.36°C
63.98°F
69.38°F
1432. নিম্নের কোন সমীকরণটি সঠিক?
°C (°F +32) x 59
°C (°F-32) x (5/9)
°C (°F x 32) × 95-180
কোনোটিই নয়
1433. এক পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1°C উঠাতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে কী বলে?
1 CHU
1 Calory
1 BTU
কোনোটিই নয়
1434. উষ্ণতা কোন মাত্রায় সেন্টিগ্রেটেড এবং ফারেনহাইট স্কেলের মান সমান?
40°
-40°
32°
64°
1435. 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1°F বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে কী বলে?
BTU
CHU
Calory
কোনোটিই নয়
1436. পানির সংকট আয়তন কত?
0.2m²
0.05m²
0.00317m²
0.9m²
1437. 99°C তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে কত?
210.2°F
12.2°F
21.2°F
22.1°F