Image
MCQ
1482. মিলিং কাটার যে দিকে ঘুরে জব ফিড করে সে দিকে ঘুরলে তাকে-- বলে।
আপ মিলিং
প্লেইন মিলিং
ডাউন মিলিং
কোনটিই নয়
1483. ফেস অ্যাঙ্গেল এবং ফ্ল্যাঙ্ক-এর মাঝে থাকে--
ব‍্যাক অ্যাঙ্গেল
ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল
লিপ অ্যাঙ্গেল
পয়েন্ট অ্যাঙ্গেল
1484. নেগেটিত র‍্যাক অ্যাঙ্গেল ব্যবহৃত হয় –
সিমেন্টেড কার্বাইড টুলসে
উচ্চ গতির কাটিং অপারেশনে
কঠিন এবং ভঙ্গুর ধাতুর অপারেশনে
সবগুলো
1485. মিলিং মেশিনে কাটিং টুল আটকানো হয় নিম্নের কোনটি দ্বারা?
স্পিন্ডেল (Spindle)
কলাম (Column)
আরবার (Arbor)
নী (Knee)
1486. একটি ছিদ্রের মধ্য দিয়ে থ্রেড (Thread) কাটিয়ে ব্যবহৃত হয়-
ডাই (Die)
থ্রেডেড ইনসার্ট (Threaded insert)
ট্যাপ (Tap)
লেদ ( Lathe)
1487. লেদ মেশিনের 40m/min কাটিং স্পিড, জবটির ঘূর্ণন সংখ্যা 1000rpm হলে জবটির ব্যাস কত?
25mm
12.83mm
12.73mm
8 x 10 mm
1488. কোনটি কন্টিনিউয়াস চিপস তৈরির কারণ নয়?
কম পুরুত্বের কাট
উচ্চ কাটিং স্পিড
অধিক ঘনত্ব
বেশি র‍্যাঙ্কে অ্যাজেল
1490. কোন ধরনের ধাতু কাটার সময় Continuous chip তৈরি হয়?
ভঙ্গুর (Brittle)
নমনীয় (Ductile)
কঠিন (Hard)
সব করাটি
1491. মিলিং কাটার যে দিকে ঘুরে তার বিপরীত দিকে জব ফিড দিলে তাকে-- বলে।
আপ মিলিং
এন্ড মিলিং
ডাউন মিলিং
ফেস মিলিং
1493. ইলেকট্রিক চাকের ব্যবহার ক্ষেত্রে হলো-
বিদ্যুৎ পরিবাহী ম্যাটেরিয়াল আটকানো
অধাতব
প্লাস্টিক
মোম
1494. জবের উপর মেশিনিং করার জন্য একে 'নির্দিষ্ট পরিমাণে ঘুরানোর পদ্ধতিকে --বলে।
ইনডেক্সিং
টার্নিং
ফেসিং
নার্সিং
1495. মিলিং মেশিনে অপারেশন করার সময় যদি কাটিং টুলের পরিধিকে জবের সারফেস বরাবর ধরা হয়, তাকে --বলে।
আপ মিলিং
এন্ড মিলিং
ডাউন মিলিং
ফেস মিলিং
1496. ডাউন মিলিংকে আরো বলা হয়-
কনভেনশনাল মিলিং (Conventional milling)
ক্লাইম্ব মিলিং (Climb milling)
ফেস মিলিং (Face miling)
এন্ড মিলিং (End milling)
1497. সুইভেল ব্লক স্পিন্ডেলসহ আনুভূমিক অবস্থায় ৫ ডিগ্রি নিচে এবং উল্লম্ব অবস্থায় কত ডিগ্রি ঊর্ধ্বে যে-কোনো ডিগ্রিতে আটকানো যায়?
১০°
৭°
২°
১৫°
1498. ধাতু কর্তনের সময় কত ধরনের চিপ উৎপন্ন হয়।
২ ধরনের
৩ ধরনের
৪ ধরনের
৫ ধরনের
1499. মিলিং মেশিনে অপারেশন করার সময় যদি কাটিং টুলের ফেসকে জবের সারফেস বরাবর ধরা হয়, তাকে --বলে।
আপ মিলিং
ডাউন মিলিং
প্লেইন মিলিং
ফেস মিলিং
1500. সারফেস গ্রাইন্ডারে জবকে ধরার জন্য ব্যবহৃত হয়—
ম্যাগনেটিক চাক
ফোর 'জ' চাক
ইউনিভার্সাল চাক
কলেট 'জ' চাক