MCQ
1441. কোনো জবের উপর প্রয়োজনীয় আকারে ছিদ্র করাকে - বলে।
বোরিং
টার্নিং
ড্রিলিং
নার্সিং
1442. নিচের কোনটি একটি ডাবল পয়েন্ট কাটিং টুল?
লেস টুল বিট
টুইস্ট ড্রিল বিট
সিলিং কাটার
ফ্লোর কাটার
1443. ড্রিল করা ছিদ্রকে বড় করতে যে কাজ করা হয়, তাকে- বলে।
ড্রিলিং
বোরিং
টার্নিং
নার্সিং
1444. ড্রিলিং করা কার্যবস্তুকে ধরতে কী ব্যবহার করা হয়?
ইনডেক্সিং হেড
ডিফারেনশিয়াল
ম্যানড্রেল
শ্যাফট
1445. অ্যাব্রেসিভ পদার্থের মধ্যে এমারি-এর কাজ কী?
ল্যাপিং করার জন্য
কাচ গ্রাইডিং করার জন্য
ওয়ার্কপিসের চূড়ান্ত মসৃণতার জন্য
ভঙ্গুরতা রোধের জন্য
1446. ড্রিলিং মেশিন কর্তৃক কোন অপারেশন সম্পন্ন করা হয়?
Spot facing
Boring
Reaming
সব ক'টি
1447. একটি ছিদ্র (Hole)-কে সাইজ ও মসৃণ (Finishing) করাকে বলে-
রিমিং (Reaming)
স্পট ফিনিশিং (Spot finishing)
ট্যাপিং (Tapping)
নার্লিং (Knurling)
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: রিমিং (Reaming) ড্রিল করা ছিদ্রের মাপকে সুন্দর ও মসৃণ করতে রিমিং করা হয়। রিমার দিয়ে রিমিং করা হয়।
ট্যাপিং (Tapping): ছিদ্রের ভিতর থ্রেড কাটার পদ্ধতিতে Tapping বলে। Tapping inside thread কাটার জন্য ব্যবহৃত হয়।
নার্সিং (Knurling): লেদ মেশিনের টুল বিটের সাহায্যে কোনো জবের উপর খাঁজ কাটাকে নার্লিং বলে। এটি সাধারণত অমসৃণ আকৃতির হয়।
1448. সমতল তল তৈরি করার জন্য ---করা হয়।
বোরিং
টার্নিং
ফেসিং
নার্সিং
1449. ম্যানড্রেলে প্রতি মিটারে কত টেপার রাখা হয়।
০.৩ মিমি
০.১ মিমি
০.২ মিমি
০.৫ মিমি
1450. যে ডিভাইস ড্রিলকে নির্দিষ্ট স্থানে যাতায়াতে সাহায্য করে এবং কার্যবন্ধুকে শক্তভাবে আবদ্ধ রাখে, তাকে কী বলে?
নার্লিং
ড্রিল জিগ
ড্রিলিং
ড্রিল বিট
1451. Planer machine-এ কার্যবন্ধ-
স্থির থাকে
চলমান থাকে
উভয়ই চলমান থাকে
Tool চলমান থাকে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্লেনার মেশিনে কাটিং টুলকে স্থির রেখে জথকে (কার্যবস্তু) গতিশীল করে কার্য সম্পাদন করা হয়।
1452. ড্রিলিং মেশিনের ডেপথ অব কাটের সূত্র কোনটি?
D/2
2/D
DN/2
πD/2
1453. ড্রিলিং-এর একটি উদাহরণ-
অর্থাগোনাল-কাটিং (Orthogonal cutting)
অবলিক কার্টিং (Oblique cutting)
সাধারণ কার্টিং (Simple cutting)
ইউনিফর্ম কার্টিং (Uniform cutting)
1454. জবের সারফেসের মসৃণতা এবং উজ্জ্বলতা বৃদ্ধি করার প্রক্রিয়াকে--বলে।
পলিশিং
ফিনিশিং
বাফিং
টার্নিং
1455. সাধারণ প্লেন গ্রাইন্ডিং করাকে কী বলে?
সিলিট্রিক্যাল গ্রাইন্ডার
সারফেস গ্রাইন্ডিং
ইন্টারনাল গ্রাইন্ডার
স্পেশিয়াল গ্রাইন্ডার
1456. ড্রিলিং টাইমে জবের দৈর্ঘ্য 'L' সমান কত?
L=t+D/3
L=D+t/3
L=D+3t/D
L=t+3/D
1457. ল্যাপিং পদ্ধতির মাধ্যমে কী পরিমাণ ধাতু অপসারণ করা যায়?
0.05mm
0.1mm
0.028mm
0.01mm
1458. ড্রিল করা ছিদ্রের মাপকে সুন্দর ও মসৃণ করাকে কী বলে?
নার্সিং
রিমিং
জিগ
কাউন্টার
1459. ড্রিলের জন্য মাইন্ড স্টিলের কাটিং স্পিড প্রতি মিনিটে 30m হলে 5mm ব্যাসের মেশিন স্পিন্ডেল স্পিড নির্ণয় কর।
1910 RPM
2011 RPM
3011 RPM
2111 RPM
1460. কোনো বস্তু বা জবের অক্ষের সমান্তরালে সেন্টার ড্রিল বিট দিয়ে ড্রিলিং করাকে কী বলে?
সেন্ট্রাল ড্রিলিং
ড্রিল বিট
ড্রিল হেড
ড্রিল ফিক্সচার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: ব্যাখ্যা: ড্রিল হেড (Drill head): ড্রিল মেশিনের যে অংশ স্পিন্ডল ড্রাইভিং মেকানিজমে সাহায্য করে তাকে ড্রিল হেড বলে।
ড্রিল ফিক্সচার (Drill fixture): ড্রিলিং কর্মপ্রক্রিয়ার সময় কার্যবস্তুকে দৃঢ়ভাবে মেশিনের টেবিলের ওপর আবদ্ধ করে ধরে রাখে। এটা ব্যবহারে ড্রিলিং কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা যায়।
সেন্ট্রাল ড্রিলিং (Central drilling) কোনো বস্তু বা জবের অক্ষের সমান্তরালে সেন্টার ড্রিল বিট দিয়ে ড্রিলিং করাকে সেন্ট্রাল ড্রিলিং বলে।