Image
MCQ
221. বিশ্ব মৃত্তিকা দিবস কত তারিখ পালিত হয়?
৫ই ডিসেম্বর
৬ই ডিসেম্বর
৭ই ডিসেম্বর
৮ই ডিসেম্বর
222. কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি করেছে?
মার্কিন যুক্তরাষ্ট্র
ফ্রান্স
যুক্তরাজ্য
জার্মানী
224. 'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজবকে দেখেছি।' উক্তিটি করেন-
ফিদেল কাস্ট্রো
নেলসন ম্যান্ডেলা
মার্শাল টিটো
ইন্দিরা গান্ধী
225. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
স্যার এ এফ রহমান
ড. রমেশচন্দ্র মজুমদার
ড. মাহমুদ হাসান
বিচারপতি মুহাম্মদ ইব্রাহীম
226. কোন দেশে 'কমলা বিপ্লব' সংঘটিত হয়েছিল?
ফ্রান্স
থাইল্যান্ড
ইউক্রেন
যুক্তরাজ্য
227. নিচের কোন সংস্থা 'মঙ্গল শোভাযাত্রা' কে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে?
ইউনিসেফ
বাংলা একাডেমি
ইউনেস্কো
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
228. CEDAW সনদ কোন ধরণের অধিকারের দলিল?
শিক্ষা
শিশু অধিকার
শ্রম
নারী অধিকার
229. 'কান্তজির মন্দির' কোন জেলায় অবস্থিত?
ঢাকা
খুলনা
কুমিল্লা
দিনাজপুর
230. 'বলিভার স্কয়ার' কোন দেশে অবস্থিত?
কলম্বিয়া
আর্জেন্টিনা
বলিভিয়া
চিলি
231. বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
পূর্বাচল এক্সপ্রেসওয়ে
বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে
232. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে কোন দেশ বঙ্গোপসাগরে সপ্ত নৌ-বহর পাঠিয়েছিল?
ফ্রান্স
চীন
সোভিয়েত ইউনিয়ন
মার্কিন যুক্তরাষ্ট্র
233. বিদ্রোহী তাইগ্রেয়ান বাহিনী কোন দেশের?
সোমালিয়া
ইথিওপিয়া
সুদান
ঘানা
234. আমাজন বন বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস?
প্রায় ১০ শতাংশ
প্রায় ২০ শতাংশ
প্রায় ৩০ শতাংশ
প্রায় ৪০ শতাংশ
235. বাংলাদেশে মেট্রোরেলের প্রথম চালকের নাম কী?
রহিমা সুলতানা
আব্দুল বাসিত
মরিয়ম আফিজা
খায়রুজ্জামান
237. 'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত?
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা সেনানিবাস
সোহরাওয়ার্দী উদ্যান
চট্টগ্রাম সেনানিবাস
238. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-
১৯৭২ সালে
১৯৭৪ সালে
১৯৭৩ সালে
১৯৭৫ সালে
239. প্রাচীনকালে বাংলাদেশের কোন অঞ্চলকে 'অনুত্তর বঙ্গ' বলা হতো?
উত্তর-পশ্চিম অঞ্চলকে
উত্তর-পূর্ব অঞ্চলকে
দক্ষিণ বঙ্গকে
দক্ষিণ-পূর্ব অঞ্চলকে
240. 'জলঢাকা' কোন জেলায় অবস্থিত?
ঢাকা
নীলফামারী
ময়মনসিংহ
জামালপুর