MCQ
281. নিচের কোনটি সেমিকন্ডাকটর?
আর্গন
কার্বন
মাইকার
সিরামিক
282. একটি NPN ট্রানজিস্টরের বেস এ dropping concentration কেমন থাকে?
Lightly doped
Moderately doped
Heavily doped
Not doped
283. RC ফেজ শিফঠ অসিলেটরের উৎপন্ন ফ্রিকোয়েন্সির মান কত?
1/√RC
1/√2π RC
1/ 2π/RC
1/√2π/6RC
284. একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ৩০০ মিটার। এর কম্পাংক কত?
১ MHz
8 MHz
৫ MHz
২ MHz
285. Monostable 555 timer এর state কয়টি?
০
২
১
৩
286. বিশুদ্ধ অর্ধ-পরিবাহী পদার্থে ভ্যালেন্স শেলে ইলেক্ট্রনের সংখ্যা কত?
২
৪
৩
৮
287. একটি সেমিকন্ডাক্টরের ইলেক্ট্রিক্যাল রেজিস্ট্যান্স তাপমাত্রার সাথে-
বৃদ্ধি পায়
স্থির থাকে
হ্রাস পায়
কোনোটিই নয়
288. হাই-ইনপুট এবং লো-আউটপুট ইম্পিডেন্সের জন্য কোন ধরণের অ্যামপ্লিফায়ার সার্কিট ব্যবহার করা হয়?
কমন-অ্যামিটার
কমন বেস
কমন কালেক্টর
সব কয়টি
289. ডায়োড কী ধরণের ডিভাইস?
একমুখী
দ্বিমুখী
উভয়ই
কোনোটিই নয়
290. নিচের কোন অ্যামপ্লিফায়ারের দক্ষতা সর্বোচ্চ?
Class-A
Class-AB
Class-B
Class-C
291. ফ্রি-রানিং মাল্টিভাইব্রেটর কোনটি?
Monostable
Bistable
Astable
কোনোটিই নয়
292. কোনো পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা-
৯টি
১৮টি
১৬টি
৩২টি
293. হার্টলি অসিলেটর কোথায় ব্যবহৃত হয়?
রেডিও রিসিভার
রেডিও ট্রান্সমিটার
টিভি রিসিভার
টিভি ট্রান্সমিটার
294. ক্রস-ওভার ডিসটরশন সংঘটিত হয় কোন অ্যামপ্লিফায়ারে?
পুশ-পুল
ক্লাস-B
ক্লাস-A
ক্লাস-AB