Image
MCQ
144. তাপমাত্রা বৃদ্ধির কারণে ট্রানজিস্টরের বেস অ্যামিটার ভোল্টেজের কী ঘটে?
০ হয়ে যায়
হ্রাস পায়
একই থাকে
বৃদ্ধি পায়
147. EDSAC Computer-এ ডাটা সংরক্ষণের জন্য কী ধরণের Memory ব্যবহৃত হয়?
RAM
Resistors
ROM
Mercury Delay Lines
149. অর্থোগ্রাফিক প্রজেকশন নীতি অনুযায়ী বাড়ির প্ল্যান, সম্মুখ এলিভেশন ইত্যাদি দৃশ্য স্কেলে আঁকা হয়।
১:৬০
১:৬০০
১:১০০
১:১০
150. শিয়ারফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা কোন ধরণের লোড নির্দেশ করে?
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
ত্রিভুজাকার লোড
কাপল
151. ই-মেইল গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?
POP 3
POP 9
HTML
SMTP
152. একটি Drawing এর দৈর্ঘ্য 50 mm এবং Scale = 1 : 5 হলে এর সঠিক দৈর্ঘ্য কত?
25 mm
25 cm
10 cm
10 mm
153. একটি Silicon diode -এর ভিতর দিয়ে 50 mA কারেন্ট প্রবাহিত হলে Power dissipation কত হবে?
25 mW
35 mW
50 W
100 mW
154. ড্রইং শিটের লে-আউটে টাইটেল ব্লকের মাপ-
65 mm × 185 mm
185 mm x 65 mm
70 mm × 190 mm
190 mm × 70 mm
155. জাতীয় মহাসড়কের নির্মাণ তলের প্রন্থ কত?
৪০ ফুট
৫০ ফুট
৮০ ফুট
৯০ ফুট
157. বাঁকের ব্যাসার্ধ দেয়া থাকলে ডিগ্রি অব কার্ড নিরূপণ করার সূত্র কোনটি?
D =1520/R
D=1620 / R
D =1720/ R
D =1820/R
159. যদি একটি Cascade amplifier এর দুটি Stage এর ডেসিবল গেইন 60 এবং 30 হয়, তবে ওভার অল গেইন কত হবে?
30 dB
2 dB
90 dB
1800 dB