MCQ
161. 'রেস্তোরা' কোন ভাষার শব্দ?
ওলন্দাজ
ফরাসি
জাপানি
ইংরেজি
162. কোনো বস্তুর উপর 6 kg ও 8 kg বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি কত হবে?
10 kg
5 kg
7 kg
12 kg
163. ইটের উপাদানে সিলিকার পরিমাণ কত?
৪৫% থেকে ৫০%
৩০%
৬০%
৫৫%
164. 'চিরায়ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
সমসাময়িক
কদাচিৎ
অক্ষয়
প্রতিদিন
165. বিয়ারিং কী ধরণের কোণ?
উন্নতি কোণ
উলম্ব কোণ
অবনতি কোণ
অনুভূমিক কোণ
166. কোনটি নাসিক্য ধ্বনি?
ম
জ
ল
প
167. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কী কী?
লাইম ও অ্যালুমিনা
সিলিকা ও অ্যালুমিনা
লাইম ও সিলিকা
লাইম ও আয়রন অক্সাইড
168. ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
সাধুরীতি
কথ্যরীতি
চলিতরীতি
বানানরীতি
169. ঘর্ষণ সহগ মিউ (μ) হবে?
R/F
F/R
Wcosθ/Wsinθ
Wsinθ/Wcosθ
170. ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়?
ধ্বনিতত্ত্বে
অর্থতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
171. ০°C তাপমাত্রায় কিউরিং করা হলে কংক্রিট ২৮ দিনে শক্তি অর্জন করে-
30%
50%
40%
60%
172. গ্রাম্য সড়কের পেভমেন্টের প্রস্থ কত মিটার?
৫.২ মিটার
৩.৬২ মিটার
১১.৫ মিটার
১০.৫ মিটার
173. ভঙ্গুর পদার্থের Compressive strength, Tensile strength হতে-
বেশি
কম
সমান
দ্বিগুণ
174. একটি পাম্প প্রতি মিনিটে ১০০০ লিটার পানি ৩০ মিটার উপরে উঠায়। পাম্পটির কর্মদক্ষতা ৭৫% হলে এর অশ্বক্ষমতা কত?
৮ HP
৯ HP
৮.৮৯ HP
৯.২৫ HP
175. কোনো মৃত্তিকা নমুনার ভয়েড রেশিও ০.৩৫ হলে নমুনার পোরোসিটি কত?
২৬%
২৭%
২৮%
২৯%
176. অর্ধগোলকের ভূমি থেকে ভরকেন্দ্রের দূরত্ব-
3r/8
8r/3
5r/8
8r/5
177. যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে?
টাঙ্গাইল
রাজশাহী
গোমতী
সিলেট
178. Wing wall সাধারণত কত প্রকার?
৩
৫
৪
২
179. শুদ্ধ বানান কোনটি?
শ্বাশত
শ্বাশ্বত
শাশত
শাশ্বত
180. বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
পাঁচটি
ছয়টি
আটটি
দশটি