EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
85. সমষ্টিবাচক বিশেষ্যপদ কোনটি?
খাতা
সভা
পাখি
ঢাকা
86. ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
ব্রাজিল
জাপান
কুয়েত
কাতার
ব্যাখ্যা: তথ্য: ২০২২ ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার ২২তম আসর এবং পুরুষদের আর্ন্তজাতিক সংস্থার ফুটবল চ্যাম্পিয়নশিপ যেখানে প্রতিদ্বনিদ্বতা করবে ফিফা অ্যাসোসিয়েশনর সদস্য দেশের জাতীয় দলসমূহ। এটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত রয়েছে। পুনশ্চ: গত আসরের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স।
89. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম?
যুদ্ধ বিমান
কৃত্রিম উপগ্রহ
নৌ জাহাজ
যুদ্ধ জাহাজ
90. ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি?
আমার ভাইয়ের রক্তে রাঙানো
কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
স্মৃতির মিনার
বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা
ব্যাখ্যা: তথ্য: কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি ভাষা আন্দোলন নিয়ে লিখিত প্রথম কবিতা। এই জন্য কবিতাটিকে একুশের প্রথম কবিতাও বলা হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কবিতাটি রচনা করেন ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরি।
91. মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে কোনটি?
ডি এন এ
আর এন এ
সেপ্টোমেয়র
নিউক্লিয়াস
ব্যাখ্যা: তথ্য: মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে ডিএনএ (DNA- Deoxyribonucleic Acid)। তবে মেলানিন নামক একধরনের পদার্থ এক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখে। সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, সকল প্রকার জৈবনিক কার্যের নিয়ন্ত্রণ এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক এসিড তাকে DNA বলে।
92. 'A rose by any other name would smell as sweet is a famous phrase from William Shakespeare's-
A Midsummer Night's Dream
Romeo and Juliet
Antony and Cleopetra
Twelfth Night
93. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে-
নাইট্রোজেন
কার্বন মনোক্সাইড
মিথেন
হাইড্রোজেন
ব্যাখ্যা: তথ্য: প্রাকৃতিক গ্যাসের একটি প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস। মিথেনের সিংহভাগই নিঃসৃত হয় ধানক্ষেত থেকে। চাষের জমি বন্যায় প্লাবিত হলে ফসল পচে প্রচুর মিথেন নির্গত হয়।
94. সাম্প্রতিক দুটি বড় গ্যাসক্ষেত্র বাংলাদেশের কোন জেলায় আবিষ্কৃত হয়েছে?
ভোলা
চট্টগ্রাম
সিলেট
কুমিল্লা
ব্যাখ্যা: তথ্য: ভোলার উত্তর প্রান্তে ভেদুরিয়া নামক স্থানে নতুন ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের (থ্রি ডি সাইসমিক সার্ডে) তথ্যের ভিত্তিতে। এটি দেশে আবিষ্কৃত ২৭ তম গ্যাসক্ষেত্র। ক্ষেত্রটির নাম দেওয়া হয়েছে' ভোলা নর্থ'।
95. Fill in the blank with appropriate preposition: Jobs are hard to come these days.
by
with
to
from
ব্যাখ্যা: সঠিক উত্তর: ক. by
96. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?
গীতালি
মরীচিকা
কনাকাঞ্জলি
হোমশিখা
ব্যাখ্যা: তথ্য: গীতালি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার" গীতাঞ্জলি পর্ব" এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
97. একটি কলম নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% বিক্রি করে। যদি কলমের নিমার্ণ ব্যয় ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
১৪৪ টাকা
১৪৮ টাকা
১৪০ টাকা
১৬৪ টাকা
ব্যাখ্যা: তথ্য: খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = (1০০+ 100 x100 =১২০ টাকা। খুচরা বিক্রেতার ক্রয়মূল্য বা খুচরা মূল্য = (120+120 x 20/100) টাকা =(১২০+২৪)=১৪৪ টাকা
98. Which one of the following is written by William Shakespeare?
Sons and Lovers
Pride and Prejudice
Man and Superman
Romeo and Juliet
ব্যাখ্যা: তথ্য: রোমিও অ্যান্ড জুলিয়েট (ইংরেজি: Romeo and Juliet) হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক উলিয়াম শেকসপিয়ার রচিত একটি বিয়োগান্তক নাটক, যা গড়ে উঠেছে দুজন প্রেমিক প্রেমিকাকে কেন্দ্র করে। পরবর্তীকালে তাদের মৃত্যু বিবাদমান দুই পরিবারকে একত্রিত করে।
99. In which poem does the following line appear? "If Winter comes, can Sping be far behind?
Ode to the West Wind
To a Skylark
Ode to Autumn
Ode to a Nightinglale
100. আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি?
খোয়াবনামা
অন্য ঘরে অন্য স্বর
দোজকের ওম
চিলেকোকোঠার সেপাই
ব্যাখ্যা: তথ্য: চিলেকোকোঠার সেপাই বাংলাদেশী কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস। এটি ছিলো তার প্রথম উপন্যাস।