Image
সন্ধি MCQ
41. 'সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ষ্ণ+সর্বভূমি
সার্ব+ভৌম
সর্বভূমি+ষ্ণ
সার্বভৌ+ম
42. 'উদ্ধার' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উদ্+হার
উৎ+ধার
উত+হার
উৎ+হার
43. 'ষড়যন্ত্র' এর সন্ধি বিচ্ছেদ হলো-
ষট্+যন্ত্র
ষড়+যন্ত্র
ষষ+যন্ত্র
ষর+যন্ত্র
44. 'নীরোগ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
নিঃ+রোগ
নিঃ+রোগ
নি+রোগ
নির+য়োগ
45. 'দুরূহ' শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো-
দুঃ+উহ্
দুঃ+রূহ
দূর+উহ
দুর+ই
46. 'উজ্জ্বল' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উজ+জল
উৎ+জ্বল
উজ্জ+জ্বল
উজ্জ্ব+অল
47. কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
শুভেচ্ছা
সংবাদ
প্রত্যেক
অতীত
48. 'সংযম' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
সং+যম
সম+যম
সম্+যম
সৎ+যম
49. কোনটি অশুদ্ধ সন্ধি-বিচ্ছেদ?
মনঃ+কষ্ট = মনঃকষ্ট
প্রাতঃ+কাল=প্রাতঃকাল
মনঃ+কামনা =মনঃকামনা
অন্তঃ+করণ =অন্তঃকরণ
50. 'গোষ্পদ' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
গোঃ+পদ
গো+পদ
গৌ+পদ
গৈ+পদ
51. 'সঞ্চয়' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
সন্+চয়
সম্+চয়
সঙ+চয়
সৎ+চয়
52. বিসর্গ সন্ধির একটি উদাহরণ হলো-
সংস্কৃত
আচ্ছন্ন
জ্যোতিরিন্দ্র
গোষ্পদ
53. 'ভাস্বর' এর সন্ধি-বিচ্ছেদ কী?
ভাস্+সর
ভাস+কর
ভাস্+বর
ভা+স্বর
54. 'নিরন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কি?
নি+অন্ন
নির+অন্ন
নিঃ+অন্ন
নির+ন্ন
55. 'মনোরম' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
মনোঃ+রম
মনো+রম
মন+রম
মনঃ+রম
56. 'দুরবস্থা' শব্দটি সন্ধি-বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
দুর+বস্থা
দূর+বস্থা
দুর+অবস্থা
দুঃ+অবস্থা
57. নিপাতনে সিদ্ধ কোনটি?
পুনরায়
পরিষ্কার
একাদশ
পরীক্ষা
58. সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
সত+চিন্তা=সচ্চিন্তা
অনু+এষণ-অন্বেষণ
তদ+অবধি তদবধি
পরি+চ্ছদ= পরিচ্ছদ
59. কোনটি সঠিক সন্ধি-বিচ্ছেদ?
উৎ+শাস = উচ্ছ্বাস
উৎ+ডীণ= উড্ডীণ
বৃহৎ+ঢক্কা = বৃহড্ঢক্কা
লভ্+ধ = লব্ধ
60. নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
নে+অন= নয়ন
রাজ+নী= রাজ্ঞী
তদ+রূপ= তদ্রূপ
তদ+কাল= তৎকাল