Image
সন্ধি MCQ
81. 'অধোগতি' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
অধ+গতি
অধঃ+গতি
অধ+অগতি
অধঃ+অগতি
82. 'ইতস্তত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ইত+তত
ইতঃ+ততঃ
ইত+স্তত
উত+স্তুত
83. সন্ধির নিয়মে কোনটি ঠিক?
শির+ছদ = শিরচ্ছেদ
শিরঃ+ছেদ = শিরচ্ছেদ
শিরো+ছেদ = শিরোচ্ছেদ
শিরঃ+ছেদ = শিরশ্ছেদ
84. কোনটি শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ?
ধনু+বিদ্যা
ধনুঃ+বিদ্যা
ধনুর+বিদ্যা
ধনূঃ+বিদ্যা
85. 'তপোবন' এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
তপ+বন
তপঃ+বন
তপো+বন
তপ+উবন
86. 'মনস্তাগ' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
মনঃ+তাপ
মন+তাপ
মনস+তাপ
মনো+তাপ
87. কোনটি সন্ধিগঠিত নির্ভুল শব্দ?
দূঃ+নীতি = দূর্নীতি
দূর+নীতি = দূর্ণীতি
দুর+ণীতি = দূর্ণীতি
দুঃ+নীতি = দুর্নীতি
88. 'নিশ্চয়' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
নিশ্চয়+য়
নি+চয়
নিশ+চয়
নিঃ+চয়
89. 'দুর্যোগ' এর সন্ধি-বিচ্ছেদ কী?
দুহঃ + যোগ
দূর+যোগ
দুঃ+যোগ
দুহ+যোগ
90. কোনটি নির্ভুল?
দুঃ+ঘটনা = দূর্ঘটনা
দূর+ঘটনা = দূর্ঘটনা
দুঃ+ঘটনা = দূর্ঘটনা
দুঃ+ঘটনা দুর্ঘটনা
91. 'প্রাতরাশ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
প্রাতঃ+আস
প্রাতঃ+রাশ
প্রাতঃ+আশ
প্রাত+রাশ
92. নির্ভুল সন্ধি-বিচ্ছেদ-
ক্ষুধা+আর্ত
উছ+স্বাস
শিরঃ+ছেদ
আশী+বাদ
93. 'মনোযোগ' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
মন+যোগ
মন+উৎ+যোগ
মনঃ+যোগ
মনো+যোগ
94. 'নীরস' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি-
নি+-রস
নী+রস
নিঃ+রস
নীঃ+রস
95. 'দুর্নীতি' শব্দটির সন্ধি-বিচ্ছেদ হবে-
দুর+নীতি
দূঃ+নীতি
দুঃ+নীতি
দূর+নীতি
96. 'দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ-
দুশ্চ+চিত্র
দুঃ+চরিত্র
দু+চরিত্র
দু+শ্চরিত্র
97. 'সদ্যোজাত' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
সৎ+জাত
সদ্যো+জাত
সদ্যঃ+জাত
সদ্য+জাত
98. 'চতুরঙ্গ' এর সন্ধি-বিচ্ছেদ করুন:
চতু+অঙ্গ
চতুঃ+অঙ্গ
চতুর+অঙ্গ
চার+অঙ্গ
99. 'ধনুষ্টংকার' এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ধনুষ+টঙ্কার
ধনুঃ+টঙ্কার
ধনু+টঙ্কার
ধনুট+স্কার
100. 'মনোযোগ' শব্দটি কোন সন্ধিতে গঠিত?
স্বরসন্ধি
ব্যঞ্জন সন্ধি
বিসর্গ সন্ধি
নিপাতনে সিদ্ধ