সন্ধি MCQ
121. 'সন্ধান' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ করুন:
সম্+ধান
সন+ধান
সঃ+ধান
কোনোটিই নয়
122. 'সংলাপ' শব্দের সন্ধি-বিচ্ছেদ:
সম্+লাপ
সং+লাপ
স+আলাপ
সু+আলাপ
123. 'চলচ্চিত্র' এর সন্ধি-বিচ্ছেদ-
চল+চিত্র
চলত+চিত্র
চলৎ+চিত্র
চল+চীত্র
124. সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক?
তত+হিত
তৎ+ধিত
তৎ+হৃত
তদ্+হিত
125. 'মৃন্ময়' শব্দের সন্ধি-বিচ্ছেদ কর-
মৃণ+ময়
মৃৎ+ময়
মৃত+ময়
মৃ+ময়
126. 'বজ্জাত' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ করুন:
বৎ+জাত
বদ্+জাত
বজ+জাত
ব+জাত
127. 'পদ্ধতি' শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়-
পদ+ধতি
পৎ+ধতি
পথ+ধতি
পদ্+হতি
128. 'উচ্ছ্বাস' শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
উত+চ্ছাস
উৎ+ছাস
উৎ+শ্বাস
উঃ+চ্ছাস
129. 'অলংকার' শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেষণ কোনটি?
অলম্+কার
অলং+কার
অ+লঙ্কার
অলঙ্ক+কার
130. 'উন্নয়ন' এর সন্ধি-বিচ্ছেদ-
উৎ+নয়ন
উন্ন+য়ন
উৎ+য়ন
উৎ+অন
131. 'সংবিধান' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
সং+বিধান
সং+অবিধান
সম্+বিধান
সম+ধান
132. 'উল্লাস' এর সন্ধি-বিচ্ছেদ-
উৎ+লাস
উদ+লাস
উল+লাস
উঃ+লাস
133. 'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
বিচ+ছিন্ন
বি+ছিন্ন
বিৎ+চ্ছিন্ন
বিৎ+ছিন্ন
134. সন্ধিজাত শব্দ-
উন্মনা
দখিনা
ফাল্গুন
মিনতি
135. 'সংগীত' এর শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
সং+গীত
সং+গিত
সম্+গিত
সম্+গীত
136. 'দংশন' এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
দম্+শন
দম+সন
দম+যন
দঙ+শন
137. 'বাগদান' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ করুন:
বাক্+দান
বাগ+দান
বাঃ+দান
কোনোটিই নয়
138. 'সংসার' এর সন্ধি-বিচ্ছেদ-
সং+সার
সাং+সার
সম+সার
সম্+সার
139. 'উদ্যোগ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উদ+যোগ
উৎ+যোগ
উদ্যো+গ
উত+যোগ
140. 'সংশপ্তক' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
সম্+শপ্তক
সং+শপ্তক
সম+শপ্ত+ক
সং+শপ্ত+এক