Image
সন্ধি MCQ
141. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
স্বরসন্ধি
ব্যঞ্জনসন্ধি
বিসর্গসন্ধি
বাংলা সন্ধি
142. অভীষ্ট = ?
অভি+ইস্ট
অভি+সিস্ট
অভি+ইষ্ট
কোনোটিই নয়
143. 'দ্রবণ' শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
দ্র+অন
দ্রো+অন
দ্র+ওন
দ্রো+বন
144. সন্ধি-বিচ্ছেদ কোনটি ঠিক?
জগ+দীশ
জগ+ঈশ
জগৎ-দীশ
জগৎ+ঈশ
145. 'গবাক্ষ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
গো+অক্ষ
গো+পরোক্ষ
গব+অক্ষ
গবি+অক্ষ
146. 'বাগাড়ম্বর' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
বাগ+আম্বর
বাগ+আড়ম্বর
বাক+অম্বর
বাক্+আড়ম্বর
147. 'প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
প্রতি+বর্তন
প্রতি+আবর্তন
প্রতিঃ+বর্তন
প্রতিঃ+আবর্তন
148. 'বিচ্ছেদ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
বিঃ+ছেদ
বি+ছেদ
বিৎ+ছেদ
বিচ+ছেদ
149. 'গো+অক্ষ = গবাক্ষ' এটি কোন ধরনের সন্ধি বিচ্ছেদ?
নিপাতনে সিদ্ধ
বিসর্গ সন্ধি
স্বরসন্ধি
স্বর ব্যঞ্জন সন্ধি
150. নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়?
গাছপাকা
বিদ্যালয়
সিংহাসন
দিলদরিয়া
151. 'সতীন্দ্র' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
সতি+ঈন্দ্র
সতী+ঈন্দ্র
সতী+ইন্দ্র
সতি+ইন্দ্র
152. 'আশাতীত' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
আশা+অতিত
আশা+অতীত
আশ+অতিত
আশ+অতীত
153. সন্ধি-বিচ্ছেদ করুন: 'তদবধি'।
তদ+বধি
তদ+অবধি
তদো+বধি
তৎ+অবধি
154. 'দিগন্ত' এর সন্ধি বিশ্লেষণ-
দিক্+অন্ত
দিগ্+অন্ত
দি+অন্ত
দিখ্+অন্ত
155. 'ষড়ানন' এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ষড়া+আনন
ষড়া+আনন
ষট্+আনন
ষঢ়া+নন
156. 'পর্যন্ত' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
পর্য+অন্ত
পর্য+ন্ত
পর+যন্ত্র
পরি+অন্ত
157. 'মস্যাধার' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
মস+আধার
মৎস+আধার
মৎস+আঁধার
মসী+আধার
158. নিচের কোনটি ভাষার ধ্বনিগত মাধুর্য স্থাপন ও সম্পাদন করে?
সমাস
কারক
সন্ধি
ধ্বনি
159. 'হিমালয়' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
হিমা+আলয়
হিম+আলয়
হি+আলয়
হিমা+লয়
160. 'ছেলেমি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ছে+লেমি
ছেলে+মি
ছেলে+আমি
ছে+এলেমি