MCQ
41. কোনটি দ্বিগু সমাস?
সপ্তাহ
পরিভ্রমণ
আমরণ
মনগড়া
42. 'মধুপ' যে সমাসের উদাহরণ-
ব্যতিহার বহুব্রীহি
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
উপমিত কর্মধারয়
43. 'নাতিশীতোষ্ণ' কোন সমাসের উদাহরণ?
দ্বিতীয়া তৎপুরুষ
নঞ তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
অলুক তৎপুরুষ
44. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়?
চৌরাস্তা
তেপায়া
পঞ্চবট
দশগজি
45. 'এতিমখানা' কোন সমাস?
দ্বিগু
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
46. 'দেবদত্ত' কোন সমাস?
চতুর্থ তৎপুরুষ
প্রাদী তৎপুরুষ
পঞ্চমী তৎপুরুষ
তৃতীয় তৎপুরুষ
47. 'চৌরাস্তা'- কোন সমাস?
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
বহুব্রীহি
দ্বিগু
48. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
সোনার তরী
দ্রুতগামী
ভারপ্রাপ্ত
প্রাণপ্রিয়
49. 'অর্ধমৃত' সমাসের সঠিক ব্যাসবাক্য কোনটি?
মৃত প্রায় যে
অর্ধ সময় ব্যাপিয়া মৃত
অর্ধ রূপে মৃত
অর্ধ মৃত যে
50. 'হংসডিম্ব' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
হাঁসের ডিম
হংসীর ডিম
হাঁস ও ডিম
হংস হতে যে ডিম
51. 'বেতনভোগী' কোন সমাস?
উপপদ তৎপুরুষ
অলুক তৎপুরুষ
নঞ তৎপুরুষ
ষষ্ঠী তৎপুরুষ
52. 'অনেক' শব্দটি-
অলুক তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
নূঞ তৎপুরুষ
নিত্য সমাস
53. 'দুঃখকে প্রাপ্ত' এটি কোন সমাস?
দ্বিগু
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
54. 'পুঁথিগত' কোন ধরনের সমাসবদ্ধ পদ-
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
55. 'চায়ের বাগান' কোন সমাস?
কর্মধারয় সমাস
সংখ্যাবাচক সমাস
ষষ্ঠী তৎপুরুষ সমাস
দ্বিগু সমাস
56. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
নিত্য
প্রাদি
উপপদ
অলুক
57. 'সপ্তর্ষি' শব্দটি কোন সমাস?
দ্বিগু সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
দ্বন্দ্ব সমাস
58. তৎপুরুষ সমাসের উদাহরণ নয়-
ঊর্ণনাভ
পকেটমার
রাজপথ
বিলাতফেরত
59. 'রথদেখা' কোন সমাস?
কনিত্য
দ্বন্দ্ব
তৎপুরুষ
সহার্থক বহুব্রীহি
60. কোনটি তৎপুরুষ সমাস?
মধুমাখা
ভালোমন্দ
যথাসাধ্য
সত্যনিষ্ঠ