Image
MCQ
81. 'পকেটমার' কোন সমাসের উদাহরণ?
পঞ্চমী তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
প্রাদি সমাস
বহুব্রীহি সমাস
82. 'বাগদত্তা' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
83. 'অর্ধচন্দ্র' কোন সমাস?
বহুব্রীহি
দ্বন্দ্ব
তৎপুরুষ
কর্মধারয়
84. 'মৃগশিশু' শব্দটির ব্যাসবাক্য কোনটি-
মৃগের শিশু
শিশুরূপ মৃগ
মৃগীর শিশু
শিশুর যে মৃগ
85. 'চিরসুখী' শব্দটির ব্যাসবাক্য কী?
চিরদিন সুখে থাকেন যিনি
চিরকাল ব্যাপিয়া সুখী
চিরসুখী যে
চিরকাল সুখী
86. কোন শব্দটি তৎপুরুষ সমাস?
কালিকলম
মাতাপিতা
মধুমাখা
দশানন
87. কোনটি উপপদ তৎপুরুষ সমাস?
বিষমাখা
খেচর
সজল
তেমাথা
88. সমাস নির্ণয় করুন: 'ধানের ক্ষেত'-
ষষ্ঠী তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
অব্যয়ীভাব
89. 'প্রিয়ংবদা' শব্দটি কোন সমাস?
বহুব্রীহি
উপপদ তৎপুরুষ
রূপক কর্মধারয়
ষষ্ঠী তৎপুরুষ
90. 'ভোটাধিকার' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
দ্বন্দ্ব
91. 'বেতমিজ' কোন তৎপুরুষ সমাস?
৬ষ্ঠী
২য়া
৩য়া
নঞ
92. 'হরবোলা' কোন সমাস?
দ্বিগু
বহুব্রীহি
উপপদ তৎপুরুষ
কর্মধারয়
93. 'অধর্ম' শব্দের সমস্যমান পদ কোনটি?
নয় ধর্ম
ধর্ম নেই যার
ধর্মহীন যে
ধর্মের অভাব
94. 'রাজরানী' এর ব্যাসবাক্য হলো-
রাজার রানী
রাজ রানী
রাজা ও রানী
রাজা রানী
95. উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়, তাকে কোন সমাস বলে?
উপমান
উপমিত
কর্মধারয়
উপপদ তৎপুরুষ
96. 'মধ্যাহ্ন' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
97. 'রাজপুত্র' কোন সমাসের উদাহরণ?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
দ্বন্দ্ব
98. 'বিশ্ববিদ্যালয়' এর ব্যাসবাক্য কী?
বিশ্বের বিদ্যালয়
বিশ্ববিদ্যার আলয়
বিশ্বস্ত
বিশ্ব রূপ আলয়
99. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
কলে ছাঁটা
মাথায় ছাতা
গায়ে হলুদ
হাতে কলমে
100. কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ?
প্রতিবাদ
বিলাত ফেরত
উপগ্রহ
ছেলেধরা