MCQ
301. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?
চিরসুখী
দশানন
গায়েহলুদ
কানাকানি
302. বহুব্রীহি সমাস কয় প্রকার?
সাত প্রকার
ছয় প্রকার
আট প্রকার
তিন প্রকার
303. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
দোতলা
আশীবিষ
কানাকানি
অজানা
304. 'দ্বীপ' এর ব্যাসবাক্য?
চার দিকে জল যার
দুদিকে আবদ্ধ জল যার
দুদিকে অপ যার
দ্বীপের মত
305. নিচের যেটি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয়-
অন্তরীপ
দ্বীপ
অপয়া
অনুতাপ
306. 'কৃতবিদ্য' শব্দের ব্যাসবাক্য কোনটি?
কৃত যে বিদ্য
কৃত যে বিদ্যা
কৃত বিদ্যা যার
কৃত হয়েছে যার বিদ্যা
307. নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাস সাধিত?
দ্বিচক্র
চৌরাস্তা
ধোয়ামোছা
বুদ্ধিজীবী
308. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস নয় কোনটি?
একচোখা
ঘরমুখো
দোটানা
নাচার
309. নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
আশীবিষ
হাতেনাতে
কানাকানি
হাতেখড়ি
310. 'সুগন্ধি' কি ধরনের সমাস?
তৎপুরুষ
দ্বন্দ্ব
বহুব্রীহি
কর্মধারয়
311. বহুব্রীহি সমাস কয় প্রকার?
আট প্রকার
ছয় প্রকার
দশ প্রকার
তিন প্রকার
312. কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
চুলাচুলি
সিংহাসন
চৌরাস্তা
বীণাপাণি
313. 'শশাঙ্ক' শব্দের ব্যাসবাক্য কী হবে?
কশশের অঙ্ক
অঙ্কের শশ
অঙ্কে শশ যার
শশ অঙ্ক যার
314. 'দিগম্বর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
দ্বিগু
315. মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ-
গায়েপড়া
কানেখাটো
হাতেখড়ি
সেতার
316. 'কানে-কলম' কোন সমাসের উদাহরণ?
উপপদ তৎপুরুষ
অলুক দ্বন্দ্ব
প্রত্যয়ান্ত বহুব্রীহি
অলুক বহুব্রীহি
317. 'নদীমাতৃক' কোন সমাস?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
অব্যয়ীভাব
318. 'অল্পপ্রাণ' যে সমাসের উদাহরণ?
দ্বন্দ্ব
তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
319. বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত কোনটি?
দশগজি
ত্রিফলা
খেয়াঘাট
বর্ণচোরা
320. 'ব্রীহি' শব্দের অর্থ-
বৃহৎ
ধান
সুশ্রী
হাতির ডাক