Image
MCQ
321. কোনটি বহুব্রীহি সমাস?
সুপুরুষ
দশানন
সাদাকালো
চৌরাস্তা
322. 'পণ্ডিতমূর্খ' পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
পণ্ডিত হয়েও যিনি মূর্খ
পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
জ্ঞান থাকতেও যিনি মূর্খ
পাণ্ডিত্যে যিনি মূর্খ
323. 'হা-ভাতে' কোন সমাস?
প্রাদি
অব্যয়ীভাব
বহুউপপদ তৎপুরুষব্রীহি
324. 'হা-ভাতে' কোন সমাস?
প্রাদি
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
325. 'চৌচালা' কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি
দ্বিগু
তৎপুরুষ
কর্মধারয়
326. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়?
মেনিমুখো
হাতে খড়ি
বেতার
বিড়ালচোখি
327. 'রক্তারক্তি' এই সমাসবদ্ধ পদ বা সমস্তপদের ব্যাসবাক্য-
রক্ত দ্বারা রঞ্জিত
রক্তের প্রবাহ
পরস্পরের রক্তপাত
বহুলোকের রক্তপাত
328. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
জনশ্রুতি
অনমনীয়
খাসমহল
তপোবন
329. কোন শব্দটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
দশানন
সিংহাসন
চৌরাস্তা
চাঁদবদন
330. 'গলায় গামছা যার'- এটি কোন ধরনের বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য?
নিপাতন বহুব্রীহি
অলুক বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
331. 'জীবনস্মৃত' এর ব্যাসবাক্য কোনটি?
জীবিত কিন্তু মৃত
জীবিত থেকেও যে মৃত
মৃতের ন্যায় জীবিত
যে জীবিত সেই মৃত
332. 'হা-ভাতে' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
হা ও ভাত
ভাতের অভাব
হাতে ভাতা
যেই হা সেই ভাত
333. 'নিঃসহায়'- শব্দটি কোন সমাস?
অব্যয়ীভাব
অলুক দ্বন্দ্ব
বহুব্রীহি
ষষ্ঠী তৎপুরুষ
334. 'চন্দ্রের ন্যায় সুন্দর যার মুখ' = 'চন্দ্রমুখ'। এটি কোন সমাসের উদাহরণ?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
তৎপুরুষ
মধ্যপদলোপী বহুব্রীহি
335. সমাস নির্ণয় কর: 'দশ আনন যার-দশানন'।
দ্বন্দ্ব
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব