MCQ
21. পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
সমানাধিকরণ
প্রত্যয়ান্ত
ব্যাধিকরণ
ব্যতিহার
22. বিভক্তি লোপ পায় কোন সমাসে?
অলুক সমাসে
বহুব্রীহি সমাসে
কর্মধারয় সমাসে
তৎপুরুষ সমাসে
23. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
তেমাথা
মনগড়া
চা-বিস্কুট
মহাত্মা
24. . 'নদীমাতৃক' শব্দের সমাস হলো-
নদী মাতা যার
নদীতে মাতা আছে যার
নদী ও মাতা
নদী এবং মাতৃকা
25. 'রাজমিস্ত্রী' শব্দের ব্যাসবাক্য-
রাজার মিস্ত্রী
রাজ যে মিস্ত্রী
মিস্ত্রীর রাজা
মিস্ত্রী যার রাজা
26. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
চিরসুখ
সুগন্ধি
খেয়াঘাট
আজীবন
27. 'সহোদর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
দ্বিগু
28. 'সুবর্ণ' কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
29. 'বহুব্রীহি' শব্দের অর্থ কী?
বহু ধান
বহু গম
বহু পাট
বহু চাল
30. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
অর্থকে অতিক্রম না করিয়া = যথার্থ
যাহা কাঁচা তাহাই মিঠা = কাঁচামিঠা
সত্য কথা বলে যে = সত্যবাদী
স্ত্রীর সহিত বর্তমান = সস্ত্রীক
31. 'সবিনয়' শব্দটি কোন সমাস?
অব্যয়ীভাব
কর্মধারয়
দ্বিগু
বহুব্রীহি
32. 'গোঁফখেজুরে' কোন সমাস?
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
দ্বিগু
33. 'সবান্ধব' কোন সমাস?
দ্বন্দ্ব
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
34. 'বিপত্নীক' শব্দটির সমাস হলো-
অব্যয়ীভাব
কর্মধারয়
বহুব্রীহি
দ্বিগু
35. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
গ্রামছাড়া
গাছপাকা
ধানক্ষেত
গরুরগাড়ি
36. . 'খোশমেজাজ' যে ধরনের সমাসের উদাহরণ-
সাধারণ কর্মধারয়
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
উপপদ তৎপুরুষ
37. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
সুবর্ণ (সু বর্ণ যার)
বৃষ্টি ধৌত (বৃষ্টিতে ধৌত)
ক্রোধানল (ক্রোধ রূপ অনল)
হররোজ (রোজ রোজ)
38. 'বর্ণচোরা' কোন ধরনের সমাস?
অলুক তৎপুরুষ
নঞ তৎপুরুষ
ষষ্ঠী তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
39. 'দিগম্বর' (দিক অম্বর যার) কোন সমাস?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
অব্যয়ীভাব
40. 'সতীর্থ' সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-
তীর্থসহ
সতী রূপ তীর্থ
তীর্থের সমীপে
সমান তীর্থ যার