MCQ
421. SPT দ্বারা মাটির কোন ধর্ম নির্ণয় করা হয়?
Permeability
Shear Strength
Tensile Strength
Unit Weight
422. প্রাইম কোর্ট বা ট্যাঙ্ক কোট স্থাপনের পর কত টনি রোলার দ্বারা রোলিং করা হয়?
৮ টনি
১২ টনি
১০ টনি
১৪ টনি
423. রিটেইনিং ওয়ালের উল্লম্ব অংশ যা মাটির পার্শ্বচাপ প্রতিরোধ করে তা-
হিল
টো
স্টিম
কোনটি নয়
424. সড়ক নির্মাণে এগ্রিগেটগুলোর কাঠিন্য মান জানার জন্য কোন ধরনের পরীক্ষা করা হয়--
Aggregate Crishing test
Impact test
Shape test
Abrasion test
425. মাটির কোন Property বের করার জন্য unconfined compression test করা হয় ?
Specific Gravity
Density
Shear strength
Permeability
426. মাটির Liquid Limit-50%, Plastic Limit-30% হলে এর Plasticity Index -
80%
20
30%
0.6
427. কোনটি রিটেইনিং ওয়ালের ব্যর্থতা?
উল্টানো
পিচলানো
অসমবসন
সব কয়টি
428. কোর্স এগ্রিগেট বিছানোর পর কত টন রোলারে রোলিং করতে হয়?
৩.৮ টন
১০ টন
৭ টন
১২ টন
429. সাধারণত মাটির অ্যাঙ্গেল অব রিপোজ-
25° 30°
40°30′
33°42
45°30′
430. সিলকোট স্থাপনের পর কত টনি রোলার দিয়ে পৃষ্ঠদেশ মসৃণ করা হয়?
৩.৫-৬ টনি
৬-৮ টনি
৬-৭ টনি
কোনটি, নয়
431. যে সমস্ত রাস্তায় Asphalt, Tar Bitumen ব্যবহার করা থকে তাকে কি Pavement বলা হয়?
Rigid Pavement
Bitumen Pavement
Flexible Pavement
কোনটি নয়
432. নিলকোট স্থাপনের কত দিন পর ট্যাক কোট স্থাপন করা বেশি ভাল?
৬ দিন
৭ দিন
১০ দিন
৮ দিন
433. সিমেন্ট কংক্রিটের রাস্তাকে কি পেভমেন্ট বলা হয়?
Flexibla Pavement
Ridig Pavement
কও খ উভয়ে
কোনটি নয়
434. মোটাদানার পূরক পদার্থের ব্যাস সাধারণত কত ইঞ্চি অপেক্ষা বেশি হয়?
১/৮ ইঞ্চি
১/৭ ইঞ্চি
১/৬ ইঞ্চি
৩/৮ ইঞ্চি
435. মাটির শক্তি পরীক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
Triaxial Test
Specific Gravity Test
CBR
LL. Test
436. যে সমস্ত রিটেইনিং ওয়াল নিজস্ব ওজনের প্রভাবে এর উপর প্রযুক্তি পার্শ্বচাপ প্রতিহত করে তা-
প্যাভিটি ওয়াল
কাউন্টারফোর্ট ওয়াল
ক্যান্টিলিভার ওয়াল
কোনটি নয়
437. মাটির Total volume-এর সাথে এর Volume of Voids-এর অনুপাতকে কী বলে?
Water Cement ratio
Void ratio
Porosity
Degree of saturation
438. স্থায়ী চাপ মান জানার জন্য এগ্রিগেটের কোন ধরনের Test করা হয়--
Amition test
Soundness
Impact test
Bitumen Adhesion test
439. সাধারণত পুষ্পকৃত মাটির ঢাল-
1.5 :1
1 :2
1 :3
1 :2.5
440. কোনটির Cohesion সবচেয়ে বেশি হতে পারে?
Sand
Silt
Clay
Gravel