Image
MCQ
443. মৃত্তিকা জরিপের রাস্তার কেন্দ্র রেখা বরাবর ১০০ মিটার পরপর কত মিটার নিচ হতে মাটি উঠিয়ে মাটির কণার বিন্যাস, ভারবহন ক্ষমতা, পানি ধারণ ক্ষমতা পরীক্ষা করা হয়?
১ মিটার
৩ মিটার
৫ মিটার
৬ মিটার
444. মাটি তরুল সীমা নির্ধারণের জন্য টেস্ট করতে কোন পরিক্ষাটি ব্যবহৃত হয়?
Terzaghi
otto
casagrande
may be longest
445. বিটুমিনাস রাস্তায় কত দৈর্ঘ্যর জন্য ১ ফুট ক্যাম্বার প্রদান করতে হয়?
৬০-৭২ ফুটের জন্য
৪৮-৬০ ফুটের জন্য
৩৬-৪৮ ফুটের জন্য
২০-২৫ ফুটের জন্য
447. Centrifugual force (কেন্দ্রাতিগ বেগ) উদ্ভব হয়-
সোজা সড়কে (Stragith road) এ গাড়ি চলাচলে
সড়কে Vertical Curve selection এ গাড়ি চলাচলে
সোজা সড়কে (Stragith road)
সেতুতে গাড়ি ওঠার সময়
448. জাদুঘর, মসজিদ, হাসপাতাল ইত্যাদি কোন ধরনের ট্রাফিক সাইন?
Informatory Sings
Mandatory Sings
Warning Sings
All of the abave
449. The performance of the soil, when used for pavement construction is found out by using (ফুটপাত নির্মানে ব্যবহৃত মাটি..... ব্যবহার করে বের করা হয়)
Quality test
Group index
Material
None of the avobe
451. Sewage treatment unit design করার ক্ষেত্রে কোনটি বিবেচনা করা হয়?
Maximum flow
Minimum flow
Average flow
Maximum and minimum flow
452. ঘন্টায় ৩০০০ বেশি গাড়ি চলাচল করলে সেখানে কোন সন্ধি ডিজাইন করা হয়?
Turbine Intersection
Grade Sepration inter Section
Circular inter Section
Pentagonal inter Section
455. প্রতি ঘন্টায় ট্রাফিকের পরিমাণ কত হলে rotary inter section (চক্রাকার সন্ধি) ডিজাইন করা হয়?
৫০০-১০০০ মিটার
১০০০-১৫০০ মিটার
১০০০-২০০০ মিটার
১৫০০-২৫০০ মিটার
456. গাড়ি পার্ক করা নিষেধ, বামে চল এরা কোন ধরনের ট্রাফিক Sings?
Warning sings
Mandatory of reqalatory sings
Informatory sings
All of the above
457. Basic Map বলা হয় কোন জরিপের ম্যাপকে?
চুড়ান্ত জরিপের
ট্রাফিক জরিপের
প্রাথমিক জরিপের ম্যাপ
মৃত্তিকা জরিপের ম্যাপ
458. Hard boulder এর স্তরে deep tube well কোন যন্ত্র যারা ড্রিল করার উপযোগী ?
Rotary drilling rig
Down the hole hammer rig
Percussion drilling rig
কোনটি নয়
459. Effective stress on soil (মাটিতে কার্যকর চাপ)
increased void ratio and permeability.
increase both void ratio and permeability
decrease both weight ratio and permeability
decrease void ratio and increased permeability
460. কোনো মৃত্তিকা নমুনার ভয়েড রেশিও ০.৩৪ হলে, নমুনার পোরোসিটি কত?
26%
27%
28%
29%