Image
MCQ
483. কোন লাইনের ব্যালাস্টের দৈর্ঘ্য ২৮০ সে.মি. প্রস্থ ২৭৫ মি.মি. এবং উচ্চতা ১২৭ মি.মি. যদি দুই স্লিপারের মধ্যবর্তী দূরত্ব ৬৫ সে.মি. হয়, তবে ব্যালাস্টের গভীরতা কত?
১০ সে.মি.
১৮.৭৫ সে.মি.
১৫ সে.মি.
২০.৭৫ সে.মি.
484. Double headed rail ওজন কত কেজি?
৪৯.৬০ কেজি/মি.
৪৮.৬০ কেজি/ মি.
৫০.৬০ কেজি/ মি.
৪৭.৬০ কেজি/ মি.
486. বাংলাদেশে ব্যবহৃত ব্রডগেজ রেলের দৈর্ঘ্য কত?
৯ মিটার
১১.৭০ মিটার
১০ মিটার
১২.৮০ মিটার
489. সড়ক পরিবহনে শহর এলাকায় পার্কিং কমপক্ষে কত মিটার প্রস্থের হয়ে থাকে?
১.৫ মিটার
২.৫ মিটার
২ মিটার
৩ মিটার
491. দৈর্ঘ্য বরাবর রেল সরে যাওয়াকে বলা হয়-
ক্রিপ
বোল্ড
ক্যাসেনিং
কোনটি নয়
492. A water bound macadam road is an example--
Rigid pavement (দৃঢ় পেভমেন্ট)
Semi-rigid pavement (অর্ধ দৃঢ় পেভমেন্ট)
Flexible pavement (নমনীয় পেভমেন্ট)
None of these (কোনটিই না)।
493. কুলমাথা রেলের দৈর্ঘ্য সাধঅরণত কত?
১৮.২৯ মিটার
১২.৭০ মিটার
৯.০ মিটার
১১.৭ মিটার
494. গ্রুপ ইনডেকা এর মান যত বেশি হবে সে মাটি সাবমেডের জন্য তত-
উপোযুক্ত হবে
অনুপযুক্ত হবে
দৃড়বদ্ধ হবে
ক্ষতিকারক
495. Fouling Mark বলা হয়-
বিপদ চিহ্ন
নিরাপদ চিহ্ন
সহজে দৃশ্যমান নয় এমন চিহ্ন
কোনটি নয়
496. চ্যাপ্টা মাথা রেল বিশ্বের শতকরা কত দেশে ব্যবহৃত হয়?
৮০%
৯০%
১০%
১১%
498. ব্রডগেজের মাপ কত?
১৬৭৬ মি.মি. থেকে ১৫২৪ মি.মি.
১৪৩৫ মি.মি. থেকে ১৩৫১ মি.মি.
৭৬২ মি.মি. থেকে ৬১০ মি.মি.
কোনটি নয়
500. ব্রডগেজে কত ফুট লম্বা স্টক রেল ব্যবহার করা হয়?
৩২”-০"
২৪”
২৮”-০”
৩৬”-০"