Image
সাগর-উপসাগর,নদ-নদী,মহাসাগর,দ্বীপ,চ্যানেল,হ্রদ MCQ
24. স্টবাক জলপ্রপাত কোথায় অবস্থিত?
ক্যালিফোর্নিয়া
সুইজারল্যান্ড
ভেনিজুয়েলা
ভারত
30. ব্ল‍্যাক ফরেস্ট (Black Forest) কোন দেশে অবস্থিত?
জার্মানিতে
ইংল্যান্ড
যুক্তরাষ্ট্রে
আমেরিকা
33. শাত-ইল আরব হলো-
ইরাবতি ও সালুইন নদীর মিলিত প্রবাহ
ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ
তারিম নদী ও হেলমন্দ নদীর মিলিত প্রবাহ
আমুদরিয়া ও শীরদরিয়া নদীর মিলিত প্রবাহ
37. স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি—
বিখ্যাত নদী
বিখ্যাত জলপ্রপাত
বিখ্যাত গিরিপথ
বিখ্যাত শহর
38. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
যুক্তরাষ্ট্র-কানাডা
যুক্তরাষ্ট্র-মেক্সিকো
কানাডা-অস্ট্রেলিয়া
যুক্তরাষ্ট্র-ব্রাজিল
40. টাইগ্রিস নদী পতিত হয়েছে—
পারস্য উপসাগরে
ভারত মহাসাগর
কাস্পিয়ান সাগর
মেক্সিকো উপসাগর