Image
সাগর-উপসাগর,নদ-নদী,মহাসাগর,দ্বীপ,চ্যানেল,হ্রদ MCQ
83. আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
উত্তর পশ্চিম
উত্তর পূর্ব
পশ্চিম
দক্ষিণ পূর্ব
84. 'জাজিরাতুল আরব' এর অর্থ --
আরবদের উপদ্বীপ
আরবদের দ্বীপ
আরবদের মাতৃভূমি
মরুভূমি
91. পশ্চিম পাপুয়া কোন দেশের প্রদেশ?
পাপুয়া নিউগিনি
ইন্দোনেশিয়া
অস্ট্রেলিয়া
মালয়েশিয়া
93. আরবভূমিকে ভৌগোলিক অবস্থানের দিক থেকে বলা হয়—
আরব উপদ্বীপ
আরব ব-দ্বীপ
আরব দ্বীপ
আরব মরুভূমি
95. ব্রুনাই দারুস-সালাম যে দ্বীপে অবস্থিত-
বোর্নিও দ্বীপ
সেলিবিস দ্বীপ
মিন্দানাও দ্বীপ
সুমাত্রা দ্বীপ
96. সারা বছর তুষারে আবৃত থাকে কোন দেশ?
ফিনল্যান্ড
নেদারল্যান্ড
গ্রিনল্যান্ড
সেকল্যান্ড
97. স্পার্টলি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত-
প্রশান্ত মহাসাগর
দক্ষিণ চীন সাগর
ভূমধ্যসাগর
ভারত মহাসাগর
98. গ্রীনল্যান্ড দ্বীপ কোথায় অবস্থিত?
আটলান্টিক মহাসাগরে
এন্টাটিকা মহাসাগরে
প্রশান্ত মহাসাগরে
আর্কটিক মহাসাগরে
ভারত মহাসাগরে
99. কোনটি জাপান সাগর ও পীত সাগরের মধ্যে অবস্থিত?
বাহরাইন দ্বীপ
কোরিয়া দ্বীপ
জাভা দ্বীপ
সুমাত্রা দ্বীপ