EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সাগর-উপসাগর,নদ-নদী,মহাসাগর,দ্বীপ,চ্যানেল,হ্রদ MCQ
1. সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ যে নামে পরিচিত-
ইউরেশিয়া
পলিনেশিয়া
মাইক্রোনেশিয়া
ওশেনিয়া
3. মাইক্রোনেশিয়ার অবস্থান হলো-
এশিয়া ও আফ্রিকার মাঝে
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
আটলান্টিক ও লোহিত সাগরের মাঝে
এশিয়া ও ইউরোপের মধ্যে
5. ওশেনিয়া কাকে বলে?
প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে
ভারত মহাসাগরের সকল দ্বীপকে
উত্তর মহাসাগরের সকল দ্বীপকে
আটলান্টিক মগাসাগরের সকল দ্বীপকে
7. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
রাঙ্গামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
সন্দীপ
ব্যাখ্যা: হালদা ভ্যালি খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি উপত্যকা। এই উপত্যকা থেকে হালদা নদীর উৎপত্তি। এছাড়া পার্বত্য চট্টগ্রামে কাপ্তাই হ্রদ দ্বারা প্লাবিত আর একটি উপত্যকা হলো ভেঙ্গী ভ্যালি।
8. সলোমন- দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
ভারত মহাসাগর
আটলান্টিক মহাসাগর
প্রশান্ত মহাসাগর
আর্কটিক মহাসাগর
12. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি?
কর্ণফুলী
হালদা
গোমতী
মহানন্দা
ব্যাখ্যা: কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। গোমতী নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা পাহাড়ের ডুমুর। মহানন্দা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাটনাতলী ইউনিয়নের পাহাড়ি গ্রাম সালদা। সালদার পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা ছড়া সালদা থেকে হালদা। এটি পরে কালুরঘাটের নিকট কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে।
15. 'ম্যাকাও' দ্বীপটি কোথায় অবস্থিত?
আরব সাগর
গীত সাগর
দক্ষিণ চীন সাগর
ভূমধ্যসাগর
17. আমুদরিয়া নদীর উৎপত্তিস্থল কোনটি?
ইউরাল পর্বত
হিন্দুকুশ পর্বত
পামীর মালভূমি
ভিয়েনশান পর্বত
19. What is the Micronesia?
Small islands situated in the Oceania area (ওশেনিয়া অঞ্চলে অবস্থিত ক্ষুদ্র দ্বীপপুঞ্জ)
Process to suck minerals from porous rock (ছিদ্রায়িত শিলা থেকে খনিজ আহরণ পদ্ধতি)
A category of porous rock that contains petroleum (এক ধরনের ছিদ্রায়িত শিলা যা পেট্রোলিয়াম ধারণ করে)
A motherboard used in smart phones (স্মার্ট ফোনে ব্যবহৃত মাদারবোর্ড)
None of these (কোনোটিই নয়)
20. দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়-
স্থলবেষ্টিত রাষ্ট্র
বাফার রাষ্ট্র
নিরপেক্ষ রাষ্ট্র
জিরোসাম রাষ্ট্র