Image
MCQ
161. 'চোখের বালি' বাগধারাটির অর্থ কী?
চোখে বালি যার
চক্ষুশূল
খুব প্রিয়
চশমখোর
162. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
দুল্ + অনা
দোল্ + অনা
দোল্ + না
দোলনা + আ
163. নীল ' লোহিত' কোন লেখকের ছদ্মনাম?
শামসুর রাহমান
সমরেশ বসু
সুনীল গঙ্গোপাধ্যায়
সৈয়দ শামসুল হক
164. শুদ্ধ বানান কোনটি?
দুরাবস্থা
দুরঅবস্থা
দুরবস্থা
দুরঃবস্থা
165. বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্যারীচাঁদ মিত্র
166. মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভূমি-
পলাশীর যুদ্ধ
পানিপথের যুদ্ধ
বায়ান্নর ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ
167. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দগুলোকে কয়ভাবে ভাগ করা হয়েছে?
তিন
পাঁচ
চার
দুই
168. 'Fiction' শব্দটির পরিভাষা হচ্ছে?
সারমর্ম
নথি
সারকথা
কথাসাহিত্য
169. 'সত্য কথা না বলে বিপদে পড়েছি' কোন ধরনের বাক্য?
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
170. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি?
আলোর মিছিল
ওরা ১১ জন
অরুণোদয়ের অগ্নিসাক্ষী
একাত্তরের যীশু
171. জসীমউদদীনের কাব্য কোনটি?
মা যে জননী কান্দে
ময়নামতির চর
সোনালী কাবিন
রাত্রি শেষ
172. 'বিদিত'-এর বিপরীত শব্দ কোনটি?
অজ্ঞাত
বিদীর্ণ
গৃহীত
বিসর্জন
174. 'অত্যন্ত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
অত্য + অন্ত
অতি + স্ত
অতি + অন্ত্য
অতি + অন্ত
175. 'মধুমালতী' কাব্যগ্রন্থ কার রচনা?
গরীবুল্লাহ
সৈয়দ সুলতান
সৈয়দ হামজা
জৈনুদ্দীন
176. 'অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে'-কার?
উপসর্গ
সমাস
সন্ধি
কারক
178. 'বিষাদ সিন্ধু' গ্রন্থটি কার রচনা?
বুদ্ধদেব বসু
আহসান হাবীব
ফররুখ আহমদ
মীর মশাররফ হোসেন
179. বাক্যের সমাপ্তি বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
কোলন
দাঁড়ি
হাইফেন
সেমিকোলন
180. সৈয়দ শামসুল হকের 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটক এর বিষয়বস্তু-
সিপাহী বিদ্রোহ
পলাশীর যুদ্ধ
নীল বিদ্রোহ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ