Image
MCQ
61. WHO Guideline অনুযায়ী খাবার পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মানমাত্রা কত?
5ppb
50ppb
10ppb
20pph
62. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কী দিয়ে তৈরি হয়?
এলইডি
আইসি
এলসিডি
সিলিকন চিপ
63. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন্ ধাতু দিয়ে তৈরি?
সংকর
টাংস্টেন
সিসা
তামা
64. Column-এর ক্ষেত্রে কতটুকু Clear cover দিতে হয়?
< bar dia
≯ bar dia
≯ bar dia অথবা ≯ 40 mm
40 mm
66. একটি 5 day BOD test DO 2.5 mg/L হ্রাস পেল। Sample যদি 100 গুণ dilution করা হয়ে থাকে, তাহলে BOD₃ = ?
50 mg/L
100 mg/L
150 mg/L
250 mg/L
67. সিনেমা স্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তল
অবতল
জুম
সিলিন্ড্রিক্যাল
69. ক্যান্সার রোগের কারণ কী?
কোষের অস্বাভাবিক মৃত্যু
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
উল্লিখিত সবগুলোই
71. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
ওয়াট আওয়ারে
ভোল্টে
ওয়াটে
কিলোওয়াট আওয়ারে
73. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
ম্যাগনেশিয়াম
পটাশিয়াম
জিংক
75. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
ক্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
76. কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে?
বিমান ইঞ্জিনে
রকেট ইঞ্জিনে
ডিজেল ইঞ্জিনে
পেট্রোল ইঞ্জিনে
78. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়