MCQ
2061. থিন প্রেসার ভেখেলে কয় প্রভাবের পীড়ন উৎপন্ন হয়?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৮ প্রকার
2062. রোগকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
2063. Screw thread-d Major dia.ও Minor dia.-এর পার্থক্য-
Depth of thread
Depth of teeth
Pitch dia
Whole depth
2064. একটি নিরেট শ্যাফট প্রতি মিনিটে 400 বার ঘুরে 45kg- m টর্ক উৎপন্ন করে। অনুমোদিত টরশনাল শিয়ার স্ট্রেস 900kg/cm² হলে শ্যাফটের ব্যাস কত হবে?
2.54cm
2.74cm
2.84cm
2.94cm
2065. কোনো পদার্থের সর্বোচ্চ পীড়ন বা নতি পীড়নের সাথে কার্য পীড়ন বা অনুমোদিত পীড়নের অনুপাতকে কী বলে?
কার্যকরী পীড়ন
অনুমোদিত পীড়ন
ডিজাইন পীড়ন
ফ্যাক্টর অব সেফটি
2066. প্রেসার ভেসেলের দেওয়ালের পুরুত্ব ও ব্যাসের অনুপাত 0.05-এর কম হলে তাকে কী বলে?
থিক প্রেসার ভেসেল
থিন প্রেসার ভেসেল
থিক এবং থিন উভয়ই
কোনোটিই নয়
2067. রোগ ড্রাইভ কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৭ প্রকার
2068. একটি নাকল জোড়ার কোন অংশে দুটি 'আই' থাকে?
ফর্ক
ইয়োক
কলাব
নাকল পিন
2069. আকার অনুযায়ী বেল্ট কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
2070. একটি বেল্ট 100 N-m টর্কের অধীনে 400 rpm-কী পরিমাণ শক্তি সঞ্চালন করে?
2.188kW
3.188kW
4.188kW
5.185LW
2071. বাস্তব কাজে কোনো যন্ত্রাংশ বা কাঠামো প্রকৃত যে স্ট্রেসের অধীনে কাজ করবে বিবেচনা করে ডিজাইন করা হয়, তাকে কী বলে?
কার্যকরী পীড়ন
অনুমোদিত পীড়ন
ডিজাইন পীড়ন
ফ্যাক্টর অব সেফটি
2072. বোল্ট এবং নাটের মধ্যে গঠিত জোড়া হলো-
টার্নিং জোড়া
স্ক্র জোড়া
রোলিং জোড়া
ফেরিক্যাল জোড়া
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ডিজাইন অব মেশিন এলিমেন্টস mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্লাইডিং জোড়া (Sliding joint):
(i) আইসি ইঞ্জিনের পিস্টন ও সিলিন্ডার।
(ii) টেইল স্টক এবং সেদ বেড।
(ii) একটি আনাতকার গর্তে আয়তকার বার।
(iv) স্কয়ার গর্তে স্কয়ার বার।
টার্নি জোড়া (Turning joint)
(i) সাইকেলের চাকা অ্যাজেল-এক চমাপাশে ঘুরানো।
(ii) একটি ডাইনি ইঞ্জিনের অ্যাজশ্যাফট বিয়ারিং-এর ঘুরানো।
(iii) একটি বৃত্তাকার গর্তে দুর্ণায়মান কলারসহ শ্যাফটা।
রোলিং জোড়া (Rolling joint)
(i) বল এবং রোলার বিয়ানি।
(ii) একটি সমতল পৃষ্ঠের উপরে চাকা ঘূর্ণায়মান। दाता
(iii) সমতল পৃষ্ঠে মার্বেল ঘূর্ণায়মান।।
স্ক্র জোড়া (Screw joint)
(i)লেদ এবং ন্যাট-এর লিড স্ক্র
(ii)নাট ও বোল্টের সমন্বয়।
(iii)জ্যাকের নাটসহ স্ক্র ।
স্কেরিক্যাল জোড়া (Spherical joint)
(i) বল এবং সকেট জয়েন্ট।
(ii ) পেন স্ট্যান্ড।
(iii) যানবাহনের ছোট ছোট অ্যা্টাচমেন্টসমূহ।
2073. সেলফ লবিং স্কু-এর দক্ষতা কত পাওয়া যায়।
50% এর চেয়ে বেশি
50% এর চেয়ে কম
100%
80%
2074. কোনো পদার্থ সর্বোচ্চ যে পরিমাণ পীড়ন নিরাপদে বহন করতে সক্ষম বিবেচনা করা হয়, তাকে কী বলে?
কার্যকরী পীড়ন
ডিজাইন পীড়ন
অনুমোদিত পীড়ন
ফ্যাক্টর অব সেফটি
2075. গ্লাসের মডুলাস অব রিজিডিটি কত?
এক
দুই
তিন
কোনোটিই নয়
2076. বাহ্যিক বল প্রয়োগে বোল্টে কত প্রকারের স্ট্রেস সৃষ্টি হয়?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
2077. ফ্ল্যাট কেন্ট ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় দূরত্ব সর্বোচ্চ কর ব্যবহার করা যেতে পারে?
৫ মিটার
১৫ মিটার
১০ মিটার
২০ মিটার
2078. কোনো স্কয়ার থ্রেডের পুরুত্ব 0.7 cm হলে এর পিচ কত?
1.2cm
1.3cm
1.5cm
1.4cm
2079. একটি স্প্রিং-এর স্প্রিং ইনডেক্স এ হলে ওয়াল ফ্যাক্টরের মান কত হবে?
1.20
1.30
1.40
1.50
2080. বাস্তব কাজে কোনো যন্ত্রাংশ বা কাঠামো নিরাপদে যে পীড়নের অধীনে কাজ করে বা করবে সে পীড়নের মানকে কী বলে?
কার্যকরী পীড়ন
অনুমোদিত পীড়ন
ডিজাইন পীড়ন
ফ্যাক্টর অব সেফটি