MCQ
24541. Which of the following sentences is correct ?
He is very good with mathematics
He is very good for mathematics
He is very good at mathematics
He is very good in mathematics
24542. 'ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।'- এ 'ইট'কে বাংলা ভাষায় কী বলে? ।বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর। ২১।
কথা
বাক্য
ব্যাকরণ
বর্ণ
24543. 'তাতে সমাজজীবন চলে না।' এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? (৪৩তম বিসিএস)
তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
তাতে না সমাজজীবন চলে।
তাতে সমাজজীবন চলে।
24544. 'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।' এটি কোন ধরনের বাক্য? [৪৩তম বিসিএস)
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
খণ্ড বাক্য
24545. বাক্যের দুটি অংশ থাকে- [৪২তম বিসিএস)
প্রসাদগুণ, মাধুর্যগুণ
উদ্দেশ্য, বিধেয়
উপমা, অলংকার
সাধু, চলিত
24546. This is easy ___task
a
an
the
none of these
ব্যাখ্যা: সাধারণত singular countable noun (যা গোনা যায় ) কে প্রথমবার উল্লেখিত হলে অথবা অনেকগুলোর মধ্যে যে কোন একটিকে নির্দেশ করলে এর পূর্বে a/an বসে
24547. This book is __ one I was looking for .
a
an
the
no article
ব্যাখ্যা: কোন noun এর পূর্বে clause বসিয়ে noun টিকে নির্দিষ্ট করা হলে তার পূর্বে the বসে ।
24548. Which word is the determiner in the sentence, 'will it take much time?'.
much
it
take
time
ব্যাখ্যা: Determiners কাকে বলে? Determiners হচ্ছে এমন কতগুলো শব্দ যা noun বা noun phrase এর পূর্বে বসে, এবং সেটি specific নাকি generic সেটি নির্দেশ করে
Determiner সাধারণত Noun কে Modify করে। Some determiners- a, an, the, any, many, much, few, fewer, little, less, all, another, each, every, etc
24549. ___cat has__tail. Complete the sentence.
The, a
The, an
A, a
A, an
ব্যাখ্যা: সমগ্র জাতি বোঝাতে singular common noun এর পুর্বে The বসে
24550. 'এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো'. কোন ধরনের? ৪১তম বিসিএস)
অনুজ্ঞাবাচক
প্রশ্নবোধক
নির্দেশাত্মক
বিস্ময়বোধক
24551. ভাষার মূল উপাদান কী? (জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২৩/ টিটিসি'র ইন্সট্রাক্টর: ২২/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার: ২০)
শব্দ
অক্ষর
পদ
ধ্বনি
24552. 'অসহায়ের পাশে দাঁড়াও।'- এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে? (এনএসআই এর ফিল্ড অফিসার: ২১।
যারা অসহায়, তাদের পাশে দাঁড়াও।
কিছু লোক আছে অসহায়; তাদের পাশে দাঁড়াও।
পাশে দাঁড়াতে হবে, যারা কিনা অসহায়।
অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে।
24553. 'যিনি উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করেন।' কোন ধরনের বাক্য? (খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ২১
মিশ্র বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
প্রশ্নবোধক বাক্য
24554. ভাষার মৌলিক অংশ- বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর। ২১।
ধ্বনি, শব্দ, বাক্য
ধ্বনি, বর্ণ, শব্দ
শব্দ, সন্ধি, বর্ণ
উপসর্গ, অনুসর্গ, ধ্বনি
24555. 'রক্ষকই ভক্ষক' বাক্যটি কোন জাতীয় বাক্য? সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২/ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী: ২১)
সরল বাক্য
মিশ্র বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
24556. 'যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে।'- কোন ধরনের বাক্য? উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার। ২২/ এনএসআই এর সহকারী পরিচালক: ২১।
মিশ্র বাক্য
ব্যাস বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
24557. বাক্যের প্রধান তিনটি অংশ- এনএসআই এর ফিল্ড অফিসার। ২১)
সমাস, উপসর্গ, প্রত্যয়
ধ্বনি, শব্দ, বাক্য
বিশেষ্য, সর্বনাম, বিশেষণ
কর্তা, কর্ম, ক্রিয়া
24558. সরল বাক্যে রূপান্তর করুন: 'ভয়াল শব্দে বাজ পড়ছে, এর বিরাম নেই।' সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার। ২১।
অবিরাম ভয়াল শব্দে বাজ পড়ছে।
বিরামহীন ভয়াল শব্দ হচ্ছে আর বাজ পড়ছে।
ভয়াল শব্দ তবু বাজ পড়ার বিরাম নেই।
বাজ পড়ছে ভয়াল শব্দে, অবিরাম।
24559. We will need only —- food for the picnic.
a little
a few
a many
the little
ব্যাখ্যা: A little মানে কিছু আছে বা সামান্য পরিমাণ। A little এর পরে Uncountable Noun বসে। যেমন - We will need only a little food for the picnic.= আমাদের পিকনিকের জন্য সামান্য খাবারের প্রয়োজন হবে।
24560. __Iron is a useful metal.
the
a
an
None of these
ব্যাখ্যা: iron হচ্ছে material noun.material noun সাধারণত uncountable noun হয়।uncountable noun এর পূর্বে কোন article বসেনা