MCQ
941. নিচের কোনটি Toxic ক্ষমতা সম্পন্ন?
পিচ
অ্যাক্ষান্ট
বিটুমিন
সবগুলো
ব্যাখ্যা: Explained: উপরের সবগুলো উপাদান Toxic ক্ষমতা সম্পন্ন।
942. নিচের কোনটি ক্ষমতা সম্পূর্ণ নয়ান দেয় ?
পিচ
অ্যাসফান্ট
বিটুমিন
টক্সিক
ব্যাখ্যা: Explained: পিচ, অ্যাসফাল্ট, বিটুমিন বাইন্ডিং গুন সম্পূর্ণ হলেও টক্সিক বা বিষের কোন বাইন্ডিং গুন নেই।
943. কাঠে কার্বনের পরিমান কত?
৩৯%
৫৯%
৪৯%
৬৯%
ব্যাখ্যা: Explained: শুকনো আর্দ্রতামুক্ত কাঠে প্রায় ৪৮-৫০ % কার্বন, ৩৮- ৪২% অক্সিজেন, ৬-৭% হাইড্রোজেন ও অল্পে পরিমাণে অন্যান্য উপাদান থাকে।
944. নিচের কোন উপাদান কাচের স্বচ্ছতা বৃদ্ধি করা ?
Silica
Magnesium
sodium
Alumina
ব্যাখ্যা: Explained: Silica glass-এ খুবই কম Metallic Impurity থাকে যার মধ্য দিয়ে শুধু দৃশ্যমান আলো ছাড়াও অতিবেগুনি রশ্মি এবং অবলোহিত রশ্মি চলাচল করে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. নিচের কোন উপাদান কাচের স্বচ্ছতা বৃদ্ধি করে- Silica.
2. কাচে সিলিকার পরিমাণ কত 50% to 75%
3. কাচের উজ্জ্বলতা বৃদ্ধি পায় কোনটির জন্য লাইম।।
4. কাচের তাপীয় প্রসারাফ কমায় কোনটি বোরাক্স।
5. কাচ অগ্নিরোধী হয় কোনটির কারণে গটাশ।
6. কেনটির কারণে সিলিকা গলে- সোডা।
945. নিচের কোনটি আরসিসি বিমের উপাদান নয়?
সিমেন্ট
খোয়া
বালি
সবগুলো
ব্যাখ্যা: Explained:- আরসিসি বিমের উপাদাগুলো হচ্ছে- সিমেন্ট, বালি, খোয়া, জিআই তার, পাথর ইত্যাদি।
946. The flow in a pipe is neither laminar nor turbulent when Reynold number is-
Less than 2000
Between 2000 and 2800
More than 2800
None of these
947. সিমেন্টে ফাইনাল সেটিং টাইম কত ঘন্টা?
৮
১২
১০
১৪
ব্যাখ্যা: Explained:- সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে প্রাথমিক সেটিং টাইম ৩০ মিনিটের কম হয় এবং ফাইনাল সেটিং টাইম ১২ ঘন্টার বেশি নয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুর্ণ প্রশ্ন 1. সিমেন্টের গুণাগুণ নির্ণয়ের পরীক্ষা কয়টি ৫। 2. সিমেন্টে ফাইনাল সেটিং টাইম কত ঘণ্টা ১০০
948. The point in the immersed body through which the resultant pressure of the liquid may be taken to act is known as--
Meta center
Center of pressure
Center of buoyancy
Center of gravity
949. নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান নয়--
Fly ash
Di-Calcium silicate
Tri-Calcium Silicate
Tri-Calcium Aluminate
ব্যাখ্যা: Explained:- Cement তৈরির চারটি মূল উপাদান-
1. Tri-Calcium silicate
2. Di-Calcium Silicate
3. Tri-Calcium Siljeste
4. Tetra-Calcium Aluminate
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান নয়- Fly ash.
2. কোনটি Cement এর খনিজ উপাদান Tri-Calcium Silicate, Di-Calcium Silicate, Tri-Calcium Aluminate, Treta-Calcium Alumino Ferite, Calcium Sulfate.
3. Cement এ ক্যালসিয়াম সালফেট এর পরিমাণ কত- 3%.
4. Cement এ Tri-Calcium silicate এর পরিমাণ কত- 50%.
5. Cement Di-Calcium silicate এর পরিমাণ কত- 25%.
950. ক্লে সিমেন্ট ব্যবহার করা হয়-
সামুদ্রিক নির্মাণ কাজে
কালভার্ট নির্মাণে
বাধ নির্মাণে
সেতু নির্মাণে
ব্যাখ্যা: Explained: ক্লে সিমেন্ট সাধারণত সামুদ্রিক নির্মান কাজে ব্যবহার করা হয়।
951. Which on is the FM of Sylet sand (নিচের কোনটি সিলেট বালির FM)
২.০১
২.৮৭
২.৫
২.৬৫
ব্যাখ্যা: Explained: House building and research institute (HBRI)-অনুসারে সিলেট বালির সূক্ষত্য গুণাংকের মান ২.৩ হতে ২.৯ হয়ে থাকে। তবে, সাধারণত সিলেট বালির সূক্ষতা গুণাংকের মান ২.৫ ধরা হয়।
952. প্রথম শ্রেণীর ইটে সিলিকার শতকরা পরিমাণ কতো?
৪৫%
৫০%
৬০%
৬৫%
ব্যাখ্যা: নোট: ইটে সিলিকার শতকরা পরিমাণ ৫৫%।
953. ইটের উপাদান সিলিকার পরিমাণ কত? প্রখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন-
৬০%
৫৫%
৫০%
80%
ব্যাখ্যা: Explained, ইটে সিলিকা ৫০% থেকে ৬০% এর মধ্যে থাকা বাঞ্চনীয়। সিলিকা ইটের দুমড়ানো, মুচড়ানো ও ক্রাক প্রতিহত করে। তবে অতিরিক্ত সিলিকার জন্য ইটের মাটি সংশক্তি হারিয়ে ফেলে যা ইটকে দুর্বল ও আঙ্গুর করে।
954. ক্লে সিমেন্ট কোন ধরনের নির্মাণ কাজে ব্যবহৃত হয়?
সমুদ্র এলাকার স্থাপনা
বাধ নির্মাণে
সেতু নির্মাণে
কনভার্টেড এলিভেশন
ব্যাখ্যা: Explained: বিভিন্ন প্রকার সিমেন্টের ব্যবহার।
কালাব সিমেন্ট: মোজাইক বা সৌন্দর্য্য বৃদ্ধির কাজে।
অ্যালুমিনাস সিমেন্ট: ২৪ ঘণ্টায় ৭৫% শক্তি অর্জনের জন্য।
ক্লে সিমেন্ট: সামুদ্রিক নির্মাণ কাজে।
এয়ার এনট্রেইনিং সিমেন্ট: বরফ আচ্ছাদিত স্থানে।
পাজোলান সিমেন্ট: অগ্নী নির্বাপক কাজে।
955. কাচ তৈরীর প্রধান উপাদান কোনাটা?
সোডা
লাইম
বালি
সব
956. capilley rise will be greater in gravel--
fine sand
silt
course
sand
ব্যাখ্যা: Explained: মোটা দানার মাটি হতে সূক্ষ দানার মাটি ক্ষেত্রে কৈশিক উচ্চতা বেশী হয়।
957. ইটের স্থায়ীত্বশীলতা বৃদ্ধিও জন্য কোন উপাদান ব্যবহৃত হয়?
লাইম
ম্যাগনেসিয়াম
সিলিকা
সব গুলোই
ব্যাখ্যা: Explained Lime or Limestone): লাইম ইট পোড়ানোর সময় বিগলক হিসেবে কাজ করে এবং ইটের মাটিতে অতিরিক্ত পরিমাণে লাইয় থাকলে ইটের রং লাল থেকে হলুদ হয়।
958. ইটের স্থায়ীত্বতা বৃদ্ধির জন্য কোন উপাদান ব্যবহার করা হয়-
সোডা
বালি
লাইম
সব
ব্যাখ্যা: Explained: ইটের মাটি (Brick Clay): ইট তৈরী বা মৃৎশিল্পে ব্যবহার উপযোগী মাটি। সাধারণত লৌহ, ক্যালসিয়াম ও অন্যান্য উপাদান ধারণকারী অশোধিত মাটিকে ইটের মাটি বলা হয়া। ইটের মাটির প্রধান প্রধান রাসায়রিক উপাদানসমূহ হচ্ছে। সিলিকা, অ্যালুমিনা, লৌহ অক্সাইড, ম্যাগনেশিয়া, চুন ও ক্ষার। এসব উপাদানের সামান্যতম হেরফের উৎপাদিত সামগ্রীর গুণাগুণের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইটের মাটিতে অল্প পরিমাণে সূক্ষ গুড়ো চুন থাকতে হবে। এটি সিলিকাকে (প্রয়োজনীয় অংশের) ১৬৫০° সেন্টিগ্রেড ফার্নেস তাপমাত্রায় গলতে সক্ষম করে এবং টেকসই ইট তৈরি হয়।
959. ৬৩% লাইমের মিশ্রণ থাকে কোন সিমেন্টে?
ক্লে সিমেন্ট
কুইক সেটিং সিমেন্ট
পোর্টল্যান্ড সিমেন্ট
কনভার্টেড সিমেন্ট
ব্যাখ্যা: Explained: বিশুদ্ধ চুনাপাথর সাথে সঠিক অনুপাত মৃত্তিকা মিশ্রিত করে মিশ্রণকে কাচিক হবার প্রারম্ভিক তাপমাত্রার পুড়িয়ে এবং উৎপন্ন ক্লিংকারকে মিহি পাউডারে চূর্ণ করে কৃত্রিম লাইমের মিশ্রণে থাকে।
960. কাঠে কার্বনের পরিমাণ কত ?
৩৯%
৫৯%
৪৯%
৬৯%