EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
181. ট্রাই-অ‌্যাক্সিয়াল টেস্টে স্পেসিমেনটি কী দিয়ে আবৃত থাকে?
মেটাল দ্বারা
রাবার মেমব্রেন
তার জালি দ্বারা
কোনোটিই নয়
183. চালুনি বিশ্লেষণ কত প্রকার
তিন প্রকার
দুই প্রকার
এক প্রকার
চার প্রকার
ব্যাখ্যা: চালুনি বিশ্লেষণ দু প্রকার যথা i. শুল্ক চালুনি বিশ্লেষণ এবং ii. ভিজা চালুনি বিশ্লেষণ 0.075 mm এর চেয়ে বড় আকারের কণার মাটির জন‌্য চালুনি বিশ্লেষণ করা হয়
184. Void ratio (e) এবং porosity (n)-এর সম্পর্ক কীরূপ? [MOLE-19]
n=1 +e / 1-e
e=1+n/1-n
n=e/1-e
e=n/1-n
185. নিচের কোন Relation--Critical gradient of the seepage of water-এর জন্য সঠিক?
1+e / 1+G
1+e / G-1
G-1 / 1+e
1-G / 1+e
186. যখন কাঠামোর ভার উপরের স্তরের মৃত্তিকাই বহন করে তখন কী ভিত্তি ডিজাইন করা হয়?
গভীর
স‌্যান্ড পাইল
অগভীর
কোনোটিই নয়
187. ভেরিয়েল হেড ভেদ‌্যতা পরীক্ষা কোন ধরনের মৃত্তিকার জন‌্য উপযোগী
বেলে মাটি
কর্দম মৃত্তিকা
গ্র‌্যাভেল জাতীয় মৃত্তিকা
মোটদাানের মৃত্তিকা
ব্যাখ্যা: কোনো মাটির ধারাবাহিক ভয়েডের ভিতর দিয়ে পানি বা অন‌্য কোনো তরলের প্রবাহিত ধর্মকে ভেদ‌্যতা (Permeability) বলে। গ্র‌্যাভেল উচ্চ ভেদ‌্যগুণসম্পন্ন মাটি।
188. মৃত্তিকার সক্রিয় চাপের সূত্র কোনটি? [BB-21]
1 + sin ɵ/ 1-sin ɵ
1-sin ɵ / 1 + sin ɵ
1 + cos ɵ / 1 + sin ɵ
1-cos ɵ / 1+ cos ɵ
ব্যাখ্যা: ব্যাখ্যা: সক্রিয় চাপঃ মৃত্তিকার যে চাপে ঠেস কাঠামো ভরাট সামগ্রীর বিপরীত দিকে সরে যায়, তাই সক্রিয় চাপ।
189. soll এর water content কোনটি
Ww/Ww
W8/W8
W8+WW/WW
W8/W8+WW
ব্যাখ্যা: Water content: Weight of water and weight of solid-এর অনুপাতকে Water content বলে।
190. অক্ষত নমুনায় আউটসাইট ক্লিয়ারেন্স কত হওয়া উচিত ?
৮% থেকে ১২%
১% থেকে ২%
৫% থেকে ৭%
৪% থেকে ৬%
191. standard penetration test (SPT) এর Tube কত ইঞ্চি লম্বা থাকে
24"
6"
12"
18"
192. কোন প্রকার মাটির ভ্রি দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হতে পারে
চিকন বালু
মোটা বালু
কাদা
গ্র‌্যাভেল
193. settlement হিসাব করার জন‌্য soil এর কোন property কাজে লাগে
specific gravity
permeability
shear strength
compressibility
194. আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় সাধারনত কতটুকু গভীরতা পর পর নমুনা মৃত্তিকা সংগ্রহ করা হয়
3 ফুট
7 ফুট
5 ফুট
10 ফুট
ব্যাখ্যা: সাধারনত 5 ফুট পর পর নমুনা সংগ্রহ করে spt test করা হয়।
195. শতকরা কত সুক্ষদানার মাটি থাকলে ভিজা চালুনি বিশ্লেষণ করা হয়
৩%
৫% অধিক
৪% অধিক
২%
196. structure এর settlement নিরুপনের জন‌্য মৃত্তিকার কোন পরীক্ষা সবচেয়ে বেশি কাজে লাগে?
permeability
shear strength
Density
Consolidation
197. বেলে মাটিতে কখনো সৃষ্টি হয় না
তারল‌্য
নম‌্যতা
উপরে উল্লিখিত সবগুলো
কোনোটিই নয়
198. Soil এর কোন property বের করার জন‌্য unconfined compressive test করা হয়
compressibility
shear strength
Density
specific gravity
ব্যাখ্যা: unconfined compressive টেস্টের মাধ‌্যমে পরীক্ষাগারে শিলা ্বেং সুক্ষ দানাযুক্ত মাটির যান্ত্রিক বৈশিষ্ট‌‌্য নির্ণয় করা হয় এর মাধ‌্যমে মাটির shear strength নির্ণয় করা হয়
199. নিচের কোনটি Dry unit weight of gravity(a)-এর সঠিক সমীকরণ? [BBA-20]
yd = Ws / v
yd = Ysat - yw
yd = Ws / Vs
yd = Wsat - V
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার একক আয়তনের শুদ্ধ কঠিনাংশের ওজনকে মৃত্তিকার শুষ্ক একক (yd) বলা হয়। অর্থাৎ, শুদ্ধ একক (yd) কঠিন অংশের ওজন এবং মৃত্তিকা নমুনার মোট আয়তনের অনুপাতে প্রকাশ করা হয়।
200. শক্তিশালি সংসক্তিবলে দৃঢ়বদ্ধ প্রাকৃতিক অ‌্যাগ্রিগেটের নাম
জৈব পদার্থ
সৃক্ষ্মাদানার মৃত্তিকা
শিলা
কোনোট্ই নিয়
ব্যাখ্যা: