EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
401. কংক্রিটের modulus of rapture পরিমাপ করে?
Flexture tensile strength
Compressive strength
Direct tensilestrength
split tensile strength
ব্যাখ্যা: modulus of rapture কংক্রিট বিমের অথবা প্লাবের টেনসাইল স্ট্রেংথ পরিমাণ করে। এ ছাড়া modulus of rapture, Flexture tensile strength, bend strength অথবা fracture strength পরিমাপ করে। উত্তর সহ কয়েকটি অনুরল গুরু- তৃর্ণ প্রশা its Book 1. কংক্রিটের modulus of rapture পরিমাণ করে- flexural tensile strength. 2. কংক্রিটের টান শক্তির পরিমাণ চাপ শক্তির কত %- 15%. 3. Concrete এর টান পীড়ন নিরূপণ করা হয় স্পিলিট সিলিন্ডার টেস্ট। 4. কংক্রিটের শিয়ার স্ট্রেন্থ মোট শক্তির কত %-35%. 5. কংক্রিটের অনুমোদনযোগ্য শক্তি মোট শক্তির কত গুণ- 0.45.
402. সিমেন্টের Compressive strength test এ ব্যবহৃত cube size
৫০ মিমি
৭০.৬ মিমি
১০০ মিমি
১৫০ মিমি
ব্যাখ্যা: সিমেন্টের কমপ্রেসিভ শক্তি পরীক্ষায় ব্যবহৃত কিউবের সাইজ ৭০.৬ মিমি এবং কংক্রিটের কিউবের সাইজ ১৫০ মিমি। উত্তর সব কয়েকটি অনুরণ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. সিমেন্ট এ মুক্ত চুন এবং ম্যাগনেসিয়া নির্ণয় করার জন্য কোন টেস্ট করা হয় soundness test. 2. সিমেন্টের চাপশক্তি পরীক্ষায় ব্যবহৃত মসলার অনুপাত কত ৪. সিমেন্ট এ ম্যাগনেসিয়ার পরিমাণ সর্বোচ্চ কত- 2%, 4. সিমেন্টের চাপশক্তি পরীক্ষায় কয়টি নমুনা ব্যবহার করা হয় 5. সিমেন্টের চাপশক্তি পরীক্ষায় ব্যবহৃত নমুনা পানিতে ভিজিয়ে রাখতে হয় 24 ঘণ্টা। কনস্ট্রাকশন প্রবেন
403. যদি কোন অ্যাকটিভিটির অপটিমিস্টিক, মোস্ট লাইকলি এবং গেসিমিস্টিক সময় যথাক্রমে ২, ৩ ৩৭ হয়, তাহলে এর এক্সপেন্টেড সময় ও ভেরিয়েন্স যথাক্রমে হবে
3.5 & 5/6..
5 & 25/36
3.5 & 25/36
4.4 & 5/6
ব্যাখ্যা:
405. যদি Earned value Actual cost হয়, তাহলে প্রজেক্টটি?
যথাযত সময় ও বাজেটের মধ্যে আছে
সিডিউল সমন্ব্যাক ইনডেক্স-১
সিডিউল সমন্বয়ক করার দরকার নাই
মূল্য সমন্বয়ক করার দরকার নাই
ব্যাখ্যা: যদি Earned value = Actual cost হয়, তাহলে প্রজেক্টটি- যথাযত সময় ও বাজেটের মধ্যে আছে
407. কংক্রিট মিশ্রণে 1% ভয়েডের উপস্থিতি এর শক্তিমাত্রা আনুপাতিক ভাবে হ্রাস করে?
৫%
১০%
১৫%
২০%
ব্যাখ্যা: অতিরিক্ত কম্পাকশনের জন্য কংক্রিট সেমিগেশন হতে পারে। এবং অল্প কম্প্যাকশনের জন্য এয়ার ভয়েত থাকতে পারে। ১% অয়েডের উপস্থিতিতে এর শক্তি হ্রাস করে ৫% এবং ৫% ভয়েডের উপস্থিতিতে এর শক্তি হ্রাস করে ৩০%। উত্তর অব কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কংক্রিট মিশ্রণে 1% ভয়েডের উপস্থিতি এর শক্তিমাত্রা আনুপাতিক ভাবে হ্রাস করে 5%. 2. RCC এ aggregate এর সর্বোচ্চ আকার কত 25 mm. ৫. কোন বিন্যাসে কংক্রিটে ভয়েড কম থাকে well graded. 4. কোণাকৃতি aggregate এ কত % ভয়েড থাকে-এ%ে 5. কোন aggregate এ ভয়েড বেশি হয় round.
408. সেফটি প্রোগ্রামে জটিল ইস্যুগুলো নির্ণয় করতে সবচেয়ে কার্যকর ব্যবস্থা
Fault tree analysis
Fishbone analysis
Pareto chart analysis
Audit analysis
ব্যাখ্যা: সেফটি প্রেগ্রামে জটিল ইস্যুগুলো নির্ণয় করতে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হলো- Fault tree analysis
409. প্রজেক্টের কোনটি নির্ণয় করতে সিডিউলিং প্রক্রিয়া ব্যবহৃত হয়। নয়
প্রজেক্ট সময়কাল
বাজেট
প্রজেক্ট ম্যানেজম্যান্ট প্ল্যান
সাব- কন্ডাক্টরের দায়িত্ব
ব্যাখ্যা: প্রজেক্ট ম্যানেজম্যান্ট প্ল্যান নির্ণয় করতে সিডিউলিং প্রক্রিয়া ব্যবহৃত হয়। প্রকল্পকে স্বল্প সময়ে ও স্বল্প ব্যায়ে বাস্তবায়ন করার কৈাশলয় হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা বা প্রজেক্ট ম্যানেজম্যান্ট প্ল্যান তাই পরিচালকের উন্নত মানের প্লানিং বা সিডিউলিং এর যথাযথ ঈদ্ধয়োগ কৌশলই হলো ম্যানেজমেন্ট।
410. একটি সিডিউল অ্যাকটিভিটি শেষ হবার ১০ দিন আগে শুরু হতে পারে- এটি কীসের উদাহারণ?
finish to start
start to finish
start to start
finish to finish
ব্যাখ্যা:
413. Network Analysis প্রক্রিয়ায় PERT মূলত ব্যবহৃত হয়-
ছোট প্রজেক্টে
বড় ও জটিল প্রজেক্টে
গবেষণা ও উন্নয়ন মূলক প্রজেক্টে
দীর্ঘ প্রজেক্টে
ব্যাখ্যা: Network Analysis প্রক্রিয়ায় PERT মূলত ব্যবহৃত হয় গবেষণা ও উন্নয়ন মূলক প্রজেক্টে।
414. Pre-stressed member এ কোনটি ব্যবহার করা উচিত?
নিম্ন শক্তিমত্তার কংক্রিট
উচ্চ শক্তিমত্তার কংক্রিট
ব্যাখ্যা: কাঠামোর মূল অংশে প্রিস্টেসড পরিবর্তন করার পদ্ধতিকে প্রিস্টেসিং বলে। আর প্রিস্টেসিং করার পর যদি কংক্রিট সংকোচন, ইলাস্টিক খাটো হয় অথবা, কংক্রিটে যদি ক্রিপ হয় তাহলে কংক্রিটের স্ট্রেস কমতে থাকে। উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Prestressing process সম্পন্ন হওয়ার পর, stress এর কমতি হওয়ার কারণ হতে পারে -কংক্রিট Shrinkage এর কারণে, কংক্রিট elastic shortening এর কারণে, কংক্রিট creep এর কারণে। 2. কোন concrete এ ফাটল ধরে না- Prestressed concrete. 3. নিচের কোনটিতে prestressed concrete ব্যবহার করা হয়। - Bridge. 4. কোন ক্ষেত্রে prestressed concrete ব্যবহার করা Long span member. 5. Pretensioning এ টেনডনের ব্যাস কত- 1.5 mm to 8 mm. 6. তারের সর্বোচ্চ পীড়ন কত 160 Kg/cm^2. উত্তর সহ কয়েকটি অনুরণ শুরু ত্বপূর্ণ প্রশ্ন 1. Pre-stressed member এ কোনটি ব্যবহার করা উচিত- High strength concrete and high tensile steel. 2. কোন concrete এ ফাটল ধরে না Prestressed concrete. 3. নিচের কোনটিতে prestressed concrete ব্যবহার করা হয় - Bridge. 4. কোন ক্ষেত্রে prestressed concrete ব্যবহার করা Long span member. 5. Pretensioning এ টেনডনের ব্যাস কত- 1.5 mm to 8 mm. 6. তারের সর্বোচ্চ পীড়ন কত 160 Kg/cm^2.
415. জেনেরিক ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ড বলা হয়।
ISO1910
ISO10000
ISO 1900 ISO 1400
কোনটিই নয়
416. কোয়ালিটি ম্যানেজমেন্টের মহাগুরু বলা হয় কাকে?
আরমান্ড ফাইজেনবাম
কে. ইশিকাওয়া
যে নিচি টাও ডি
জোসেফ জুরান
ব্যাখ্যা:
417. হেনরি গ্যান্ট কত সালে প্রজেক্ট প্লানিং ও সিডিউল এর জন্য বার চার্ট উদ্ভাবন করেন? UPSC-AB- কর্মসংস্থান মন্ত্রণালয় -১৯
১৮৮০
১৯০০
১৯২০
১৯৪০
ব্যাখ্যা: হেনরি গ্যান্ট একজন আমেরিকান অধিবাসী। তিনি সর্ব প্রথম ১৯০০ সালে বার চার্ট আবিষ্কার করেন। এর পর ১৯১০-১৯১৫ সালের মধ্যে বার চার্টের ব্যবহার শুরু হয়। বার চার্টের মাধ্যমে বর্তমান কাজের অগ্রগতি, সম্পাদিত কাজের রেকর্ড ও ভবিষ্যতের জন্য পরিকল্পনা ইত্যাদি সম্পের্কে ধারণা পাওয়া যায়। হেনরি গ্যান্ট কত সালে প্রজেক্ট প্লানিং ও সিডিউল এর জন্য বার চার্ট উদ্ভাবন করেন ১৯০০।
418. প্রকটোর টেষ্ট এর প্রতি জ্বরের মৃত্তিকা দৃঢ়করণের কতবার ফেলতে হবে?
৪৫ বার
২৫ বার
৩০ বার
৫০ বার
419. আদর্শ প্রকটর পরীক্ষায় মৃত্তিকা দৃঢ়করণ কালে হাতুড়িকে কত উঁচু থেকে ফেলতে হয়?
৩০.৫ সে.মি.
৩৫.৫ সে.মি.
৩৫ সে.মি.
২৮ সে.মি.