সাম্প্রতিক বাংলাদেশ MCQ
221. দুর্নীতি দমন কমিশনের (Anti-corruption Commission) নতুন চেয়ারম্যানের নাম কি?
ইকবাল মাহমুদ
জহুরুল হক
আনোয়ারুল ইসলাম
মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ
222. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচলচুক্তি স্বাক্ষরিত হয় কবে?
১৯ নভেম্বর, ২০১৩
২৬ সেপ্টেম্বর, ২০১৭
২০ মার্চ, ২০১৯
৩০ সেপ্টেম্বর, ২০২০
223. Where is 'Bangabandhu Sheik Mujib Square' being constructed?
Tetulia
Fatullah
Fulgazi
Shibganj
224. বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির কী নামকরণ করা হয়?
ঈগল
পালকী
আকাশবীণা
বলাকা
225. ২০২৩ সালের বইমেলা শুরু হয় কবে?
১ ফেব্রুয়ারি, ২০২৩
১৯ নভেম্বর, ২০১৩
২৬ সেপ্টেম্বর, ২০১৭
২০ মার্চ, ২০১৯
226. 'সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' গ্রন্থের কোন খণ্ড সম্প্রতি প্রকাশিত হয়েছে?
প্রথম
চতুর্দশ
দ্বিতীয়
পঞ্চম
227. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী' পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে?
বাংলা
সমাজ বিজ্ঞান
ইংরেজি
রাষ্ট্র বিজ্ঞান
228. বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে?
সেলিনা হোসেন
ইকবাল মাহমুদ
জহুরুল হক
আনোয়ারুল ইসলাম
229. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ মোট কয়টি ড্রিমলাইনার উড়োজাহাজ আছে?
০১
০৪
০৬
০৮
230. Presidents from how many countries phisically joined Bangladesh's independence golden jubilee and Bangobondhu Sheikh Mujibur Rahman's birth century celebrations?
2
4
3
5
231. বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী'; সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে?
কোরিয়ান
ককবরক
মারাঠি
গ্রিক
232. জাতিসংঘের সব দাপ্তরিক ভাষার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ০৭ই মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়-
০৪ মার্চের ২০২১
০৫ মার্চের ২০২১
০৬ মার্চের ২০২১
০৭ মার্চের ২০২১
233. বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা কয়টি?
৬টি
৮টি
৭টি
৯টি
234. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ব্রেইল সংস্করণ প্রকাশ করা হয়েছে কোন মন্ত্রণালয় হতে?
সমাজকল্যাণ মন্ত্রণালয়
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
প্রধানমন্ত্রীর কার্যালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়
235. 'অরুণ আলো' ও 'রাঙা প্রভাত' কী?
বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ
নতুন দুটি পিকনিক স্পট
দুটি যাত্রীবাহী জাহাজ
236. বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হওয়া সর্বশেষ দু-টি বিমানের নাম হলো-
আকাশ তরী ও শ্বেত বলাকা
আকাশ তরী ও হংস বলাকা
আকাশ তরী ও গাংচিল
আকাশ তরী ও শ্বেত কবুতর
237. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষায় অনুবাদকের নাম কী?
কাজুহিরো ওয়াতানাবো
হাইয়ামি ওয়াতানাবো
ইশিকাওয়া ওয়াতানাবো
কুনেমিরো ওয়াতানাবো
238. বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম?
১১তম
১২তম
১০তম
১৩তম
239. ঢাকা-জলপাইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম কী?
সোনালী এক্সপ্রেস
মিতালী এক্সপ্রেস
মৈত্রী এক্সপ্রেস
সুবর্ণজয়ন্তী এক্সপ্রেস
240. বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত?
৫,০০০ টাকা
১০,০০০ টাকা
১৫,০০০ টাকা
২০,০০০ টাকা