Image
Bangla MCQ
2421. মহাকবি আলাওল কোন যুগের কবি?
সর্বাধুনিক যুগের
প্রাচীন যুগের
আধুনিক যুগের
মধ্যযুগের
2422. 'পদ্মাবতী' একটি-
অনুবাদ গ্রন্থ
ভ্রমণকাহিনী
মৌলিক গ্রন্থ
কোনোটিই নয়
2423. আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
সম্রাট শাহজাহানের রাজসভা
সম্রাট আকবরের রাজসভা
লক্ষণ সেনের রাজসভার
আরাকান রাজসভার
2424. 'পদ্মাবতী' কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন?
আরবি
উর্দু
ফারসি
হিন্দি
2425. আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল?
ষোড়শ শতাব্দী
পঞ্চদশ শতক
সপ্তদশ শতক
অষ্টাদশ শতক
2426. 'পদ্মাবতী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
দৌলত কাজী
আলাওল
মাগন ঠাকুর
শাহ মুহম্মদ সগীর
2427. কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
মিথিলা
রোসাঙ্গ
কৃষ্ণনগর
ত্রিপুরা
2428. কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
ময়মনসিংহ গীতিকা
ইউসুফ জুলেখা
পদ্মাবতী
লাইলী মজনু
2429. আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?
প্রণয়কাব্য
আত্মজীবনী
নীতিকাব্য
জঙ্গনামা
2430. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
নাসির মাহমুদ
সৈয়দ সুলতান
আলাওল
শাহ গরীবুল্লাহ
2431. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
আলাওল
দৌলত কাজী
কোরেশী মাগন ঠাকুর
সৈয়দ সুলতান
2432. 'তাম্বুল রাতুল হইল অধর পরশে।' অর্থ কী?
অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল
ঠোঁটের পরশে পান লাল হয়
পানের পরশে ঠোঁট লাল হয়
অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল
2433. 'নসীরানামা' কাব্যগ্রন্থ কার রচনা?
দৌলত কাজী
কবি মরদন
কোরেশী মাগন ঠাকুর
আলাওল
2434. 'তোহফা' কাব্যটি কে রচনা করেন?
দৌলত কাজী
মাগন ঠাকুর
সাবিরিদ খান
আলাওল
2435. 'সতীময়না ও লোরচন্দ্রাণী' কাব্যটির রচয়িতা-
আলাওল
মাগন ঠাকুর
দৌলত কাজী
মরদন
2436. বারমাস্যা কাকে বলে?
নায়িকার বারমাসের সুখ-দুঃখের বর্ণনা
দেবদেবীর পূজা প্রচারের কাহিনী
নায়ক-নায়িকার প্রেমের ধারাবাহিক বিন্যাস
বারমাসের চাষাবাদের বিবরণ
2437. কবি আলাওলের প্রথম রচনা-
সপ্তপয়কর
পদ্মাবতী
সয়ফুলমূলক-বদিউজ্জামাল
গুলে বকাওলী
2438. আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি-
কোরেশী মাগন ঠাকুর
দৌলত কাজী
আলাওল
মরদন
2439. মহাকবি আলাওল রচিত গ্রন্থ-
পদ্মাবতী
ইউসুফ জোলেখা
গোরক্ষবিজয়
লায়লী-মজনু
2440. কবি আলাওলের জন্মস্থান কোনটি?
ফরিদপুরের সুরেশ্বর
চট্টগ্রামের পটিয়া
চট্টগ্রামের জোবরা
বার্মার আরাকান