Image
Bangla MCQ
2441. 'লায়লী-মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের?
সৌদি আরব
ইরাক
ইরান
মিশর
2442. মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের উল্লেখযোগ্য অবদান কোনটি?
নাথ সাহিত্য
রোমান্টিক প্রণয়োপাখ্যান
জীবনীকাব্য
মঙ্গলকাব্য
2443. 'ইউসুফ জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
মাগন ঠাকুর
দৌলত উজির বাহরাম খান
আলাওল
শাহ মুহম্মদ সগীর
2444. উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
ময়মনসিংহ গীতিকা
ইউসুফ জুলেখা
পদ্মাবতী
লাইলী মজনু
2445. 'মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন ?
শাহ গরীবুল্লাহ
সৈয়দ সুলতান
জৈনুদ্দীন
সৈয়দ হামজা
2446. কোন রচনাটি রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্গত?
রসুলনামা
মহাভারত
পদ্মাবতী
কীচকবধ
2447. মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন?
মহাভারত
ভাগবত
গীতা
রামায়ণ
2448. কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন?
কৃত্তিবাস বাঙলা রামায়ণ লিখেছেন
কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন
কীর্তিবাস বাংলা রামায়ন লিখিয়াছেন
কীর্তিবাস বাঙলা রামায়ন লিখিয়াছেন
2449. 'গুলে বকাওলী' গ্রন্থের রচয়িতা কে?
মুহাম্মদ মুকীম
বাহারাম খান
ফকির গরীবুল্লাহ
সাবিরিদ খান
2450. 'ইউসুফ জোলেখা' কোন জাতীয় রচনা?
নাটক
উপন্যাস
রোমান্টিক প্রণয়কাব্য
রম্য রচনা
2451. হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে?
নাথ সাহিত্য
প্রণয়োপাখ্যান
পদাবলি
মঙ্গলকাব্য
2452. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি / বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি / প্রাচীনতম বাঙালি কবি কে?
মুহম্মদ কবির
শেখ ফয়জুল্লাহ
সাবিরিদ খান
শাহ মুহম্মদ সগীর
2453. বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়?
প্রাচীন যুগ
মধ্যযুগ
অন্তমধ্য যুগ
আধুনিক যুগ
2454. বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
লায়লী-মজনু
ইউসুফ-জোলেখা
চন্দ্রাবতী
পদ্মাবতী
2455. . শাহ মুহম্মদ সগীর রচিত গ্রন্থ কোনটি?
ইউসুফ জোলেখা
লায়লী-মজনু
শিরী ফরহাদ
পদ্মাবতী
2456. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
পদ্মাবতী
চন্দ্রাবতী
ইউসুফ জোলেখা
লায়লী-মজনু
2457. 'হপ্তপয়কর' কার রচনা?
জৈনুদ্দিন
সৈয়দ আলাওল
দীনবন্ধু মিত্র
অমিয় দেব
2458. রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কী?
চন্দ্রকলাবতী
পদ্মাবতী
চন্দ্রাবতী
কামিনী রায়
2459. 'বাল্মীকি' শব্দের অর্থ-
সাপের গর্ত
উইপোকার ঢিবি
পাখির বাসা
পাতালপুরি
2460. 'লায়লী-মজনু' কাব্যের অনুবাদক হলেন-
সাবিরিদ খান
দৌলত উজির বাহরাম খান
সৈয়দ সুলতান
আলাওল