Bangla MCQ
2941. 'অলস' এর বিশেষ্য পদ কোনটি?
আলস্য
অলসতা
আলসে
আলসেমী
2942. কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ?
তিনি এখানে এসেছিলেন
ছেলেটি দ্রুত দৌড়ায়।
গতকাল তিনি এসেছেন
একটু ঘরে আসুন না
2943. বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি?
পাঁচটি
নয়টি
ছয়টি
কোনেটিই নয়
2944. 'বুনো' শব্দটির পদ কি?
বিশেষ্য
অব্যয়
বিশেষণ
কোনটিই নয়
2945. 'হাতে হাতে ফল পাওয়া' বাক্যাংশে 'হাতে হাতে' হলো-
দ্বিরুক্ত শব্দদ্বৈত
ধ্বন্যাত্মক শব্দদ্বৈত
অনুকার শব্দদ্বৈত
কোনোটিই নয়
2946. তোমার এ পূণ্য প্রচেষ্টা সফল হোক। বাক্যটিতে পূণ্য শব্দটি হলো-
বিশেষ্য
অব্যয়
বিশেষণ
ক্রিয়া
2947. 'মন' শব্দের বিশেষণ-
মানস
মনন
মানসিক
মানুষ
2948. ন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
ধীরে চল
ঘোড়া খুব দ্রুত চলে
সে পূণ্যবান
মেটে কলসি
2949. নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ?
চৌকস লোক
কালো মেঘ
নীল আকাশ
ভাজা মাছ
2950. কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয়রূপে ব্যবহৃত হতে পারে?
দেশ
ব্যথা
সুন্দর
বন্দর
2951. চালাকের বিশেষ্য পদ কোনটি?
চাতুর্য
চতুর
চালাকি
চাতুরি
2952. 'অর্ধেক সম্পত্তি- এখানে 'অর্ধেক' কোন পদ?
বিশেষণ
সর্বনাম
নামবাচক বিশেষ্য
বিশেষ্য
2953. 'তাজা মাছ' কোন বিশেষণ?
অবস্থাবাচক
রূপবাচক
গুণবাচক
অংশবাচক
2954. শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
স্বরধ্বনি
ব্যঞ্জনধ্বনি
বর্ণ
পদ
2955. 'জ্ঞ' যুক্তবর্ণ কিভাবে গঠিত?
ঙ+গ
জ+ঙ
গ+ঙ
জ+ঞ
2956. 'বুদ্ধিমান' এর বিশেষ্য পদ কী?
বুদ্ধি
বুদ্ধিত্ব
বুদ্ধিজীবী
বোদ্ধা
2957. 'মেটে কলসী' শব্দবন্ধে 'মেটে' কোন প্রকার বিশেষণ?
গুণবাচক
উপাদানবাচক
অবস্থাবাচক
রূপবাচক
2958. শূন্যতাজ্ঞাপক শব্দ কোনটি?
টন-টন
বিড়-বিড়
ঠন-ঠন
বা-বা
2959. 'মেঘলা' কি ধরনের শব্দ?
বিশেষ্য
বিশেষ্যের বিশেষণ
বিশেষণ
ক্রিয়া বিশেষণ
2960. 'সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে।' এ বাক্যে 'সৌন্দর্য' কোন পদ?
বিশেষণ
বিশেষ্য
সর্বনাম
অব্যয়