Bangla MCQ
2981. 'ন্যায়' শব্দের বিশেষণ-
ন্যায়িক
ন্যায্য
নীতিবাদ
ন্যায়সঙ্গত
2982. 'দর্শন' বিশেষ্য পদের বিশেষণ-
দ্রষ্টব্য
দার্শনিক
দ্রষ্টা
দৃশ্য
2983. ক্রিয়া বিশেষণের উদাহরণ আছে কোন বাক্যে?
বসন্তের আরামদায়ক বায়ু প্রবাহে সকলেই পুলকিত
সে খুব তাড়াতাড়ি হাঁটল
সমুদ্র সৈকতে জলপ্রবাহের প্রবল গর্জন শোনা গেল
সেদিন অত্যন্ত চমৎকার কথা শুনিলাম
2984. . বাংলা 'ধীর' শব্দটির বিশেষ্য কী?
ধৈর্য
ধীরস্থির
ধীরতা
ধীরস্থিরতা
2985. . 'সুন্দর' শব্দের বিশেষ্য রূপ কোনটি?
সুন্দরী
সান্দর
সুন্দার
সৌন্দর্য
2986. 'সন্ধ্যা' শব্দের বিশেষণটি নির্দেশ করুন-
সাঁঝ
সন্দা
সন্ধ্যা
সান্ধ্য
2987. কোনটি বিশেষণ বাচক শব্দ?
জীবিকা
জীবনী
জীবন
জীবাণু
2988. . নিচের বাক্যে নিম্নরেখ শব্দগুলো কিসের উদাহরণ? 'রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা।'
সাপেক্ষ সর্বনাম
নির্ধারক বিশেষণ
নির্ধারক সর্বনাম
সাপেক্ষ বিশেষণ
2989. . কোনটি বিশেষণের বিশেষণ?
এই আমি আর নই একা
বাতাস ধীরে বইছে
অতিশয় মন্দ কথা
মেঘনা বড় নদী
2990. . বিশেষণ পদ শনাক্ত করুন-
ব্যাকরণ
ঔদার্য
গো
পার্থিব
2991. অবজ্ঞাত' বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন?
অজ্ঞাত
অভান
অবজের
অবজ্ঞা
2992. কোন শব্দটি বিশেষ্য?
চঞ্চল
চালাক
চতুর
চাতুর্য
2993. . নিচের কোন বিশেষ্য-বিশেষণ জোড় শুদ্ধ?
তক্ষণ-তাৎক্ষণিক
খেলাপ-খেলাপি
ডাকাত-ডাকাতি
তাঁত-তেঁতো
2994. নিচের কোন পদটি বিশেষণ?
দিগম্বর
দীন
যেহেতু
যিনি
2995. ধাতুর শেষে 'অন্ত' প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়?
বিশেষ্য
বিশেষণ
অব্যয়
ক্রিয়া
2996. 'সর্বজন' এর বিশেষণ কোনটি?
সার্বিক
সর্বজনীন
বিশ্বজনীন
জনসাধারণ
2997. 'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর?
ইচ্ছাময়
ইচ্ছুক
ঐচ্ছিক
অনিচ্ছা
2998. 'এ মাটি সোনার বাড়া'- এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
বিশেষণের অতিশায়ন
উপাদানবাচক বিশেষ্য
রূপবাচক বিশেষ
বিধেয় বিশেষণ
2999. 'দহন' শব্দের বিশেষণ কোনটি?
দক্ষ
দাহ্য
দহনকারী
দহনীয়
3000. কোনটি অংশবাচক বিশেষণ?
পাঁচ শতাংশ জমি
ছ'কিলোমিটার রাস্তা
অর্ধেক সম্পত্তি
হাজার টনী জাহাজ