Image
Bangla MCQ
3341. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেয়া হয়েছে?
পাগলে কি না বলে
বনে বাঘ থাকে
অন্ধজনে দেহ আলো
ফুলে ফুলে বাগান ভারা
3342. 'আমাকে যেতে হবে' বাক্যে নিম্নরেখ আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
কর্তৃকারকে দ্বিতীয়া
করণে দ্বিতীয়া
কর্মে দ্বিতীয়া
অপাদানে দ্বিতীয়া
3343. 'আমি বই পড়ি' বাক্যে নিম্নরেখ বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ১মা
কর্মে শূন্য
অপাদানে ১মা
অধিকরণে ৫মী
3344. 'এমন ছেলে আর দেখিনি' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
3345. বিভক্তি প্রধানত কত প্রকার?
২ প্রকার
৫ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
3346. 'ভাইয়ে ভাইয়ে বেশ মিল' বাক্যে নিম্নরেখ 'ভাইয়ে ভাইয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ১মা
কর্তায় ৭মী
কর্মে ১মা
করণে ৭মী
3347. 'দশে মিলে করি কাজ' বাক্যে 'দশে' কোন কারকে বিভক্তি?
কর্তৃকারকে ২য়া
কর্তৃকারকে ৭মী
সম্প্রদান কারকে ৭মী
কর্তৃকারকে ৪র্থী
3348. যা ক্রিয়া সম্পাদন করে তাকে কী বলে?
কবিজ্ঞপ্তি
উপসর্গ
অনুজ্ঞা
কারক
3349. . দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
তৃতীয়া বিভক্তি
দ্বিতীয়া বিভক্তি
প্রথমা বিভক্তি
শূন্য বিভক্তি
3350. 'জল পড়ে, পাতা নড়ে' নিম্নরেখ'জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
অপাদানে শূন্য
কর্মে শূন্য
করণে শূন্য
3351. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
কর্তৃকারক
সম্প্রদান কারক
করণ কারক
কর্মকারক
3352. 'সকলকে মরতে হবে' বাক্যে নিম্নরেখ সকলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে দ্বিতীয়া
কর্মকারকে দ্বিতীয়া
অপাদানে দ্বিতীয়া
অধিকরণে দ্বিতীয়া
3353. 'মুষলধারে বৃষ্টি পড়ছে'- বাক্যে 'বৃষ্টি' কোন কারকে কোন বিভক্তি?
কর্তা কারকে সপ্তমী
কর্মকারকে শূন্য
কর্তা কারকে শূন্য
করণ কারকে শূন্য
3354. 'বুলবুলিতে ধান খেয়েছে' এই বাক্যের 'বুলবুলিতে' শব্দে কোন কারক ও কোন বিভক্তি রয়েছে?
করণে ৭মী
কর্তৃকারকে ৭মী
অধিকরণে ৭মী
অপাদানে ৭মী
3355. ক্রিয়ার বিষয়কে কি বলে?
কর্ম
পদ
সমাস
করণ
3356. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?
কারক
প্রকৃতি
সন্ধি
সমাস
3357. নিচের কোনটি বিভক্তি নয়?
দ্বারা
থেকে
চেয়ে
পর্যন্ত
3358. 'খালেদ বই পড়ে' বাক্যে নিম্নরেখ বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
করণে শূন্য
অধিকরণে শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
3359. 'রেখো মা দাসেরে মনে।' বাক্যে নিম্নরেখ দাসেরে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে ২য়া
কর্মে ২য়া
অপাদানে ৩য়া
অধিকরণে ২য়া
3360. 'শুক্রবার স্কুল বন্ধ' বাক্যে নিম্নরেখ স্কুল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য