Bangla MCQ
3401. কোনাট খাঁটি বাংলা উপসর্গ?
অব
ইতি
অতি
পরি
3402. 'প্রতিধ্বনি' শব্দে 'প্রতি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
পৌনঃপুন
বিপরীত
বিশেষ
সদৃশ
3403. নিচের কোন শব্দটিতে 'প্রতি' উপসর্গ ভিন্নার্থে প্রযুক্ত?
প্রতিবিম্ব
প্রতিশব্দ
প্রতিচ্ছবি
প্রতিদান
3404. 'নিদাঘ' শব্দের 'নি' উপসর্গটি কোন অর্থ দ্যোতনা বুঝিয়েছে?
আতিশয্য
নিশ্চয়
অভাব
নিষেধ
3405. বিপরীতার্থে 'পরা' উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
পরাকাষ্ঠা
পরায়ণ
পরাক্রান্ত
পরাভব
3406. 'সুনাম' শব্দের 'সু' কোন উপসর্গ?
বাংলা
ফারসি
আরবি
সংস্কৃত
3407. 'সরব' শব্দের 'স' উপসর্গ কি অর্থ প্রকাশ করে?
ক্ষুদ্র
সঙ্গে
বিশাল
অভাব
3408. কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
আভাস
অজানা
গরমিল
বেমালুম
3409. নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ইতিহাস
প্রশংসা
উপমন্ত্রী
গরমিল
3410. 'সুকঠিন' শব্দে 'সু' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তম
সহজ
আতিশয্য
বিশেষ রূপে
3411. কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ নয়?
গরমিল
গরবাজি
গরগর
গরহাজির
3412. উপসর্গযুক্ত শব্দ কোনটি? সহকারী জজ।
পঙ্কজ
মাচান
জ্বালাতন
কদবেল
3413. 'অঘারাম বাস করে অজপাড়া গায়ে'- 'অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ?
তৎসম
খাঁটি বাংলা
তদ্ভব
বিদেশি
3414. অবেলায় আমি দিলেম পাড়ি, অথৈ সাগরে"- এখানে কয়টি উপসর্গ রয়েছে?
একটি
তিনটি
দুইটি
চারটি
3415. 'উপাচার্য' শব্দটি কোন উপসর্গ?
বিদেশি
খাঁটি বাংলা
ফারসি
সংস্কৃত বা তৎসম
3416. 'অধিকার' শব্দে 'অধি' উপসর্গটি কি অর্থ নির্দেশ করে?
সদৃশ
বিশেষ
পর্যন্ত
আধিপত্য
3417. উপসর্গ সাধারণত কোথায় বসে?
বাক্যের শেষে
শব্দের পূর্বে
শব্দের শেষে
শব্দের মধ্যে
3418. কোনটি সংস্কৃত উপসর্গ?
পরা
অঘা
অন
আব
3419. বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার?
৬ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
3420. 'অজপুকুর' শব্দে 'অজ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
সম্পূর্ণ
নিন্দিত
প্রতিবিম্ব
খাঁটি