Image
Bangla MCQ
441. 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
442. 'যা উচ্চারণ করা যায় না' এর এক কথায় প্রকাশ কী হবে?
দুরুচ্চার্য
দুরপনেয়
অবরোদ্ধ
অনুচ্চার্য
443. জন্মহীন-মৃত্যুহীন-
আমৃত্যু
অজ
অজেয়
অয
444. 'বহু দেখেছে যে' এক কথায় কী হবে?
দূরদর্শী
সমদর্শী
দার্শনিক
ভূয়োদর্শী
445. 'যার শুভক্ষণে জন্ম'- এক কথায় প্রকাশ হবে-
শুভজন্মা
ক্ষণজন্মা
শুভার্থী
জন্মশুভ
446. 'যা জল দেয়'- এর এক কথায় প্রকাশ কি?
পাটোয়ারী
জলদ
জলাধার
জলধি
447. ইতিহাস রচনা করেন যিনি-
ঐতিহাসিকতা
ইতিহাস লেখক
ঐতিহাসিক
ইতিহাসবেত্তা
448. 'এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করে যে'- কথাটিকে এক কথায় প্রকাশ কর।
যাযাবর
পর্যটক
পথিক
অভিযাত্রী
449. 'যে পুরুষ বিয়ে করেছে'- এর এক কথায় প্রকাশ কি?
অকৃতদার
অনূঢ়া
কৃতদার
কুম্ভীলক
450. কষ্টে লাভ হয় যা-
দুর্লভ
সুলভ
দুর্লভ্য
দূর্লভ
451. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
বেতসবৃত্তি
পতঙ্গবৃত্তি
জলৌকাবৃত্তি
কুম্বিলকবৃত্তি
452. 'জিজীবিষা' শব্দটির অর্থ কী?
জীবননাশের ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
জীবনকে জানার ইচ্ছা
জীবন-জীবিকার পথ
453. যার জিহ্বা লকলক করে- এক কথায় কী বলে?
লেহ্য
লিপ্সা
লেলিহান
যুযুৎসু
454. এক কথায় প্রকাশ করুন: পাঁচ সেরের সমাহার'-
পরিমেয়
পশুরী
চতুরঙ্গ
পৌরুষ
455. 'দুইয়ের মধ্যে একটি' এর এক কথায় প্রকাশ কি হবে?
অন্যতর
অন্যতম
দৌবারিক
কোনটিই নয়
456. 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ' এক কথায় কি হবে?
দুর্গম
অরণ্য জনপদ
বিপদসংকুল
শ্বাপদসংকুল
457. 'যা ভাষায় প্রকাশ করা যায় না' তাকে এক কথায় বলে-
অনির্বাণ
অনির্দেশ্য
অনির্বচনীয়
অনির্ণেয়
458. 'যার অন্য উপায় নেই'- এক কথায় বলে-
নিরুপায়
অনন্যোপায়
অসহায়
সর্বহারা
459. 'যা লাফিয়ে চলে'- এক কথায় বলে-
উল্লম্ফ
লাফবাজ
দড়াবাজ
প্লবগ
460. 'বীর সন্তান প্রসব করে যে নারী'- এক কথায় তাকে কী বলে?
বীরপুত্র
রত্নগর্ভা
স্বর্ণমাতা
বীরপ্রসূ