Image
Bangla MCQ
481. 'যা দীপ্তি পাচ্ছে' এক কথায় কি হবে?
সন্দীপন
দীপ্তিমান
আলোকিত
দেদীপ্যমান
482. 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই'-
নির্বাক
হতবাক
অভিজ্ঞ
কোনোটিই নয়
483. 'ইহলোকে যা সামান্য নয়' এক কথায় কি হবে?
অনন্যসাধারণ
আনন্যসাধারণ
অলোকসামান্য
আলোকসামান্য
484. 'যে উপকারীর উপকার স্বীকার করে' এক কথায় কী হবে?
অকৃতার্থ
কৃতজ্ঞ
কৃতঘ্ন
অকৃতজ্ঞ
485. 'আপনাকে পণ্ডিত মনে করে যে' এক কথায় কি হবে?
অতিপণ্ডিত
মহাপণ্ডিত
পণ্ডিত নেতা
পণ্ডিতম্মন্য
486. 'শত্রুকে দমন করে যে' এক কথায় প্রকাশ করুন।
শত্রুঘ্ন
অরিন্দম
শত্রুহন্তা
কৃতঘ্ন
487. 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন-
ক্ষমা
ক্ষমাপ্রার্থী
ক্ষমার্হ
ক্ষমাপ্রদ
488. তিন মৌলিক রং হলো-
লাল, সবুজ, পার্পেল
নীল, সবুজ, লাল
লাল, হলুদ, নীল
হলুদ, লাল, সবুজ
489. 'যার কোনো উপায় নেই' এক কথায় কি হবে?
নাচার
নিরুপায়
অনন্যোপায়
অনুপায়
490. 'মৃত্তিকা দিয়ে তৈরি'- কথাটি সংকোচন করলে হবে-
তন্ময়
মন্ময়
মৃন্ময়
চিন্ময়
491. শরণার্থীদের দুঃখ-দুর্দশা নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
লুইজ গ্লিক
বব ডিলান
আবদুল রাজাক গুরনাহ
গুন্টার গ্রাস
492. 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় কি হবে?
উদ্বাস্তু
সর্বহারা
বস্তিহীন
কাঙ্গাল
493. 'যা দমন করা যায় না' এক কথায় হবে-
দুর্দমনীয়
দুর্দম
অদম্য
অসম্ভব
494. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়?
১৯ এপ্রিল
৮ মার্চ
১৭ মার্চ
৯ ডিসেম্বর
495. শিখাড়া (Shikhara) কিসের অংশ?
হিন্দু মন্দির
বাংলা কুড়েঘর
মসজিদ
নৌকা
496. 'যে ভূমিতে ফসল জন্মায় না' এক কথায় কি হবে?
পতিত
বন্ধ্যা
অনুর্বর
ঊষর
497. বাংলাদেশ সরকার এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে?
৭টি
৯টি
৮টি
৬টি
498. 'দীপ্তি পাচ্ছে এমন' এক কথায় কী হবে?
দ্বীপ্যমান
দীপ্তিমান
দীপ্যমান
দেদীপ্যমান
499. 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ কোনটি শুদ্ধ?
বস্তিবাসী
টোকাই
ঠিকানাবিহীন
উদ্বাস্তু
500. 'যে বিষয়ে কোনো বিতর্ক / বিবাদ / বিরোধ নেই'-
অবিমৃষ্যকারী
অবিতর্ক
অবিমিশ্যকারী
অবিসংবাদী