Bangla MCQ
4861. Allocation শব্দের বাংলা পরিভাষা-
বরাদ্দ
বরাদ্দকারী
মঞ্জুর
অনুদান
4862. 'ডিডি টেনে বের করতে হবে।'- কোন ধরনের বাচ্যের উদাহরণ?
কর্মবাচ্য
ভাববাচ্য
যৌগিক
কর্মকর্তৃবাচ্য
4863. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?
যৌগিক ধ্বনি
অক্ষর
বর্ণ
মৌলিক স্বরধ্বনি
4864. কোনটি 'অগ্নি' শব্দের প্রতিশব্দ নয়?
অনল
হুতাশন
ফুলশ্বর
পাবক
4865. চর্যাপদের টীকাকারের নাম কী?
মীননাথ
প্রবোধচন্দ্র বাগচী
হরপ্রসাদ শাস্ত্রী
মুনিদত্ত
4866. 'কুসীদজীবী' বলতে কাদের বুঝায়?
চারণকবি
সাপুড়ে
সুদখোর
কৃষিজীবী
4867. 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
বহ্নি
অলক
হুতাশন
পাবক
4868. 'পাবক' নিচের কোন শব্দের প্রতিশব্দ?
কিরণ
বাতাস
দিবস
অগ্নি
4869. নিচের কোনটি 'অনুশীলন' শব্দের সমার্থক নয়?
রেওয়াজ
তালাশ
তালিম
মকশো
4870. তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
অক্টোপাস
কালো বরফ
ক্রীতদাসের হাসি
নাঢ়াই
4871. 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?
সুবর্ণ
কর
অনল
মার্তণ্ড
4872. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
শ্রীচৈতন্যদেব
কাহ্নপা
বিদ্যাপতি
রামকৃষ্ণ পরমহংসদেব
4873. 'Keeper' শব্দের বাংলা পরিভাষা-
গ্রাহক
চালক
রক্ষক
বাহক
4874. Budget শব্দের মূল অর্থ?
মূলধন
বণ্টন
মুনাফা
থলে
4875. 'গ্রামবার্ত্তা প্রকাশিকা' পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
ঢাকার পল্টন
নওগাঁর পতিসর
কুষ্টিয়ার কুমারখালী
ময়মনসিংহের ত্রিশাল
4876. অপিনিহিতির উদাহরণ কোনটি?
জন্ম > জন্ম
আজি > আইজ
ডেস্ক >ডেসক
অলাবু > লাবু> লাউ
4877. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
শশব্যস্ত
কালচক্র
পরাণপাখি
বহুব্রীহি
4878. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
রামচন্দ্র বিদ্যাবাগীশ
রাজশেখর বসু
হরিচরণ দে
অশোক মুখোপাধ্যায়
4879. 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
অকাজ
আবছায়া
আলুনি
নিখুঁত
4880. কোন বানানটি শুদ্ধ?
পুরষ্কার
আবিষ্কার
সময়পোযোগী
স্বত্ব