Bangla MCQ
4821. কোনটি সমার্থক শব্দ নয়?
অনল
হুতাশন
পাবক
বিভাবরী
4822. 'সর্বভুক' শব্দের সমার্থক শব্দ?
রাক্ষস
মাংসাশী
ক্ষুধার্ত
আগুন
4823. 'উচ্ছ্বাস' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
স্ফুরণ
বিকাশ
উদ্ভাসিত
স্ফীতি
4824. 'আকাশ' এর সমার্থক শব্দ নয়-
গগন
ভুবন
অন্তরীক্ষ
অম্বর
4825. কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
পাবক
প্রজ্বলিত
বৈশ্বানর
সর্বশুচি
4826. 'ইতি' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
অবসান
বিরাম
বরেণ্য
শেষ
4827. 'অগ্নি'র একটি প্রতিশব্দ হলো-
জাতবেদ্য
বিভা
অগ্নিষ্ঠ
পাবন
4828. 'আকাশ' শব্দের প্রতিশব্দ কোনগুলো?
অলক, কণ্ডল, চিকুর
অণর, পাবক, বহ্নি
ব্যোম, অন্তরীক্ষ, শূন্য
ধরিত্রী, মহী, মেদিনী
4829. 'আনন্দ' এর সমার্থক শব্দ নয়-
উচ্ছ্বাস
সুরণ
উল্লাস
শ্রান্তি
4830. নিচের কোন দুটি সমার্থক শব্দ?
কৃশানু: পাবক
বীচি: ওদন
বারিদ: সুধাকর
অম্বু: অহন
4831. 'লহরী' শব্দের অর্থ-
সুর
ঢেউ
গান
কবিতা
4832. 'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অন্তরীক্ষ
সুধাকর
বিভু
প্রভাকর
4833. নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক নয়?
অন্তরীক্ষ
ব্যোম
অম্বর
হিমাংশু
4834. 'অভিলাষ' শব্দটির অর্থ কী?
ইচ্ছা
আকাশ
অলক
উল্লাস
4835. নিচের কোন দুটি সমার্থক শব্দ?
কৃশানু: পাবক
অনু: অহন
বারিদ: সুধাকর
বীচি: ওদন
4836. 'দেবতা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
বিভূতি
ভূত
সুর
দেউল
4837. 'ঢেউ' এর প্রতিশব্দ কোনটি?
তটিনী
উর্মি
বীচি
বারিধি
4838. 'আনন্দ' এর সমার্থক শব্দ নয়-
হর্ষ
বিষাদ
পুলক
সুখ
4839. 'অম্বর' এর প্রতিশব্দ কোনটি?
পৃথিবী
আকাশ
সমুদ্র
জল
4840. 'হর্ষ' শব্দের অর্থ কী?
হলুদ
আনন্দ
সাধ
দুষ্ট