Bangla MCQ
4881. Index' এর পরিভাষা-
ভাষান্তর
নির্ঘণ্ট
অভিধান
অনুলিপি
4882. 'Editor' শব্দটির সঠিক পরিভাষা কোনটি?
সম্পাদকীয়
সম্পাদক
নির্বাচক
সাংবাদিক
4883. কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ?
পাবক
তমসা
ধারাপাত
মনোজ
4884. Plagiarism' এর বাংলা প্রতিশব্দ কোনটি?
বেতনবৃত্তি
প্রতক্ষবৃত্তি
জলৌকাবৃত্তি
কুম্ভিলকবৃত্তি
4885. Biography' শব্দটির অর্থ কী?
প্রন্থনির্দেশিকা
কড়চা
বিবরণ
আলোচনা
4886. Agora' শব্দের বাংলা পরিভাষা-
পণ্য
পণ্যাগার
মুদি
মুদিখানা
4887. 'Quack' এর পরিভাষা কোনটি?
ভূমিকম্প
ফাটল
হাতুড়ে
দাপুটে
4888. নীচের কোনটি পারিভাষিক শব্দ?
মসজিদ
হাসপাতাল
সাময়িকী
হরতন
4889. Ameliorate' এর বাংলা পরিভাষা হলো-
অনন্য
উৎকর্ষ সাধন
অভূতপূর্ব
অকুতোভয়
4890. Pandemic অর্থ-
মহামারি
মারামারি
অতিমারি
কোনটিই নয়
4891. 'Lyric' শব্দের প্রতিশব্দ-
সংগীত
সুর
গান
গীতিকবিতা
4892. Ad hoc এর অর্থ কী?
তদর্থক
অস্থায়ী
শপথপত্র
ক ও খ উভয়ই
4893. 'অন্ধকার'এর সমার্থক শব্দ নয়
তিমির
অমানিশা
আঁধার
কাজল
4894. 'তিমির' শব্দের অর্থ কী?
কালো
সন্ধ্যা
কুশ্রী
অন্ধকার
4895. Attested' শব্দের বাংলা পরিভাষা কী?
প্রত্যায়িত
সত্যায়িত
প্রত্যয়িত
সত্যয়িত
4896. 'অশ্রু' শব্দের প্রতিশব্দ-
নীর
বিধু
লোর
সরিৎ
4897. 'Ab initio' এর বাংলা পরিভাষা কী?
অনুপস্থিত
অধিহার
প্রারম্ভেই
মধ্যবর্তী
4898. 'Township' এর বাংলা পরিভাষা কী?
শহর
নগরায়ণ
নগরবিদ্যা
উপশহর
4899. Graphic' এর বাংলা পরিভাষা কী?
নকশা
রৈখিক
খসড়া
অঙ্কন
4900. 'Invoice' এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?
চালান
পণ্যাগার
শুল্ক
বিনিয়োগ