Bangla MCQ
541. 'পা ধুইবার জল' সংকোচন করলে কী হয়?
পঙ্কজ
প্রিয়ংবদা
পাদক
পাদ্য
542. যে নারীর সন্তান বাঁচে না, এক কথায় কি বলে?
মৃতমা
মৃত জননী
মৃতবৎসা
কাক বন্ধ্যা
543. সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না, তাকে এক কথায় কি বলে?
অদৃষ্টসূর্য
অসূর্যম্পশ্যা
অসূর্যদ্রষ্টা
অসূর্যপ্রেক্ষা
544. 'যে নারীর পতি নেই, পুত্রও নেই' এক কথায় কি হবে?
বিধবা
অবীরা
কাকবন্ধ্যা
পতিপুত্রহীনা
545. 'যে ভবিষ্যত না ভেবেই কাজ করে' একে এক পদে পরিণত করলে কোনটি হবে?
অপরিণামদর্শী
অবিবেচক
অবিমৃষ্যকারী
অকালজ্ঞানী
546. এক কথায় প্রকাশ করুন: জয়ের জন্য যে উৎসব-
বিজয়জয়ন্তী
জয়ন্তী
বিজয় উৎসব
জয়ান্তী
547. সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয়?
২৫ বছর
৫০ বছর
৬০ বছর
৭৫ বছর
548. 'যা বপন করা হইয়াছে'- এটি নিম্নের কোন শব্দটিতে সংক্ষেপিত হয়েছে?
সুপ্ত
উপ্ত
গুপ্ত
লুপ্ত
549. ডায়মন্ড জুবিলি (Dimond Jubilee) কত বছরে অনুষ্ঠিত হয়?
৫০ বছর
৬০ বছর
৮০ বছর,
৭৫ বছর
550. ইন্দ্রিয়কে জয় করেছে যে-
ইন্দ্রজিৎ
জিতেন্দ্রিয়
সন্ন্যাসী
সন্যাসী
551. এক কথায় প্রকাশ করুন: 'পঙ্কে জন্মে যা'
পঙ্কজ
পাক্ষ
পাঙ্ক
কোনোটিই নয়
552. এক কথায় প্রকাশ কর: 'এক থেকে শুরু করে ক্রমাগত'-
ক্রমাগত
একাদিক্রমে
ক্রমবিন্যাস
ক্রমিক
553. যা ভবিষ্যতে ঘটবে?
ভবিষ্যৎ
ভবিষ্য
ভবিতব্য
অভব্য
554. এক কথায় প্রকাশ করুন: 'যার স্ত্রী মারা গিয়েছে'-
বিধবা
বিপত্নীক
সপত্নীক
বিপদাত্মক
555. 'যার কিছু নাই' এক কথায় প্রকাশ করলে হবে-
ভিখারী
দরিদ্র
হৃতসর্বস্ব
অকিঞ্চন
556. ষাট বছর পূর্ণ হওয়া উৎসবকে এক কথায় বলে?
হীরক জয়ন্তী
সুবর্ণ জয়ন্তী
রজত জয়ন্তী
প্লাটিনাম জয়ন্তী
557. যা আঘাত পায়নি' বাক্যের এক শব্দের প্রকাশ
অনঘাত
অনিরুদ্ধ
অনাঘাত
অনাহত
558. 'পূর্বের জন্মের কথা স্মরণ আছে যার' এক কথায় বলা হয়-
পূর্বসুরী
জাতিস্মর
পাণ্ডিতস্য
তীক্ষ্মধী
559. অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে-
অদ্যন্ত
মূর্খ
অনভিজ্ঞ
অবিমৃষ্যকারী
560. 'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
ক্লান্তিহীন
অক্লান্ত
অক্লান্তকর্মী
অবিশ্রাম