Image
Bangla MCQ
4981. জসীমউদ্দীনের রচনা কোনটি?
যাদের দেখেছি
পথে প্রবাসে
কাল নিরবধি
ভবিষ্যতের বাঙালি
4983. 'কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না'-উক্তিটি কোন উপন্যাসের?
রবীন্দ্রনাথের 'চোখের বালি'
শরৎচন্দ্রের 'পথের দাবী'
শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি'
বঙ্কিমচন্দ্রের "রাজসিংহ
4984. Autonomous শব্দের অর্থ-
স্বাক্ষর
স্বায়ত্তশাসিত
সত্যায়িত
সংশোধিত
4985. 'Archetype' শব্দের অর্থ-
আদিরূপ
স্থপতি
স্থাপত্যকলা
ধাতব বর্ণ
4986. 'একুশে ফেব্রুয়ারি'র বিখ্যাত গানটির সুরকার কে?
সুবীর সাহা
সুধীন দাস
আলতাফ মাহমুদ
আলতাফ মামুন
4987. Attested' এর বাংলা পরিভাষা কোনটি?
সত্যায়িত
প্রত্যয়িত
সত্যায়ন
সংলগ্ন/সংলাগ
4988. 'জীবনস্মৃতি' কার রচনা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘরোকেয়া সাখাওয়াত হোসেন
4989. 'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
১৯২৩ সন
১৯২১ সন
১৯১৯ সন
১৯১৮ সন
4990. 'কালো বরফ' উপন্যাসটির বিষয়:
তেভাগা আন্দোলন
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ
দেশভাগ
4991. . 'আগুন পাখি'-উপন্যাসটির রচয়িতা কে?
রাহাত খান
হাসান আজিজুল হক
সেলিনা হোসেন
ইমদাদুল হক মিলন
4992. বাংলা 'ব্যঞ্জনবর্ণ'-মালায় 'ম' অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
'ধ'
'ন'
'প'
'ল
4993. Anatomy' শব্দের অর্থ-
সাদৃশ্য
স্নায়ুতন্ত্র
শারীরবিদ্যা
অঙ্গসঞ্চালন
4994. কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
আয়ত্তাধীন, অহোরাত্রি, অদ্যপি
গড্ডালিকা, চিন্ময়, কল্যান
গৃহন্ত, গণনা, ইদানিং
আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি
4995. ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?
অক্ষয়কুমার দত্ত
এন্টনি ফিরঙ্গি
মাইকেল মধুসূদন দত্ত
কালীপ্রসন্নসিংহ ঠাকুর
4996. শুদ্ধ বানান কোনটি?
অধোগতি
অধঃগতি
অধগতি
অধোঃগতি
4997. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
প্যারীচাঁদ মিত্র
মাইকেল মধুসূদন দত্ত
প্রমথ চৌধুরী
ঘদ্বিজেন্দ্রলাল রায়
4998. A to Z' কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
সম্পূর্ণভাবে
সারাক্ষণ
শেষ পর্যন্ত
মৃত্যু অবধি
4999. 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি' চরণ দুটির রচয়িতা কে?
চণ্ডীচরণ মুনশী
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
মদনমোহন তর্কালঙ্কার
5000. . 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
কৃষ্ণচন্দ্র মজুমদার
রামানন্দ চট্টোপাধ্যায়
শামসুর রাহমান
সিকান্দার আবু জাফর