Image
Bangla MCQ
5021. 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে কী বুঝায়?
টিকটিকি
উইপোকা
তেলাপোকা
মাকড়সা
5022. 'ছন্দের জাদুকর' কোন কবি?
সুকুমার রায়
আল মাহমুদ
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীমউদ্দীন
5024. বাংলা ভাষাতত্ত্বের 'চলন্ত বিশ্বকোষ' বলা হয়-
ড. মুহাম্মদ এনামুল হক
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সুনীতিকুমার চট্টোপাধ্যয়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
5025. ১+৩+৫+৭ ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত?
n((n+1)
n(n-1)
n²+1
5026. 'অন্নদা বিবি' কোন উপন্যাসের চরিত্র?
গৃহদাহ
চরিত্রহীন
দত্তা
শ্রীকান্ত
5027. নিচের কোনটি অশুদ্ধ?
অহিংস-সহিংস
প্রসন্ন-বিষণ্ণ
নিষ্পাপ-পাপী
দোষী-নির্দোষী
5028. চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন-
হরপ্রসাদ শাস্ত্রী
সুকুমার সেন
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
5029. বাংলার প্রথম সার্থক মহাকাব্য-
বৃত্রসংহার
মহাশ্মশান
ত্রয়ীকাব্য
মেঘনাবদ কাব্য
5030. বাংলা গদ্যের জনক কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মানিক বন্দোপাধ্যায়
5031. 'হেড-মৌলভী' কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
ইংরেজী ও ফার্সী
তুর্কী ও আরবী
ইংরেজী ও আরবী
ইংরেজী ও উর্দু
5032. 'মহানবী' কোন সমাস-
দ্বিগু
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
5034. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
সাহেব
সঙ্গী
কবিরাজ
শিক্ষক
5035. 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' উক্তিটি কার?
রবীন্দ্রনাথ ঠাকুর
ডা. লুৎফর রহমান
কাজী আব্দুল ওয়াদুদ
প্রমথ চৌধুরী
5036. 'গৌরচন্দ্রিকা' অর্থ-
ভূমিকা
গলাধাক্কা
পূর্ণিমা
অস্তিত্বহীন
5037. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
বিভক্তি
প্রত্যয়
ধাতু
কোনটিই নয়
5038. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ-
নেকড়ে অরণ্য
নিষিদ্ধ লোবান
বন্দী শিবির থেকে
প্রিয়যোদ্ধা প্রিয়তম
5039. নিচের কোন গ্রন্থটি উপন্যাস?
সোনার তরী
দোলন চাঁপা
মানসী
শেষের কবিতা
5040. 'ভানুসিংহ' কার ছদ্মনাম?
রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
দীনবন্ধু মিত্র