Image
Bangla MCQ
5461. . 'লাজুক' কোন ধরনের শব্দ? [বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২১/ বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর: ১৯]
মৌলিক
যোগরূঢ়
রূঢ়ি
যৌগিক
5462. নিচের কোনটি মৌলিক শব্দ নয়? উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার। ২১/ জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ)/২০
গোলাপ
হাত
গায়ক
ফুল
5463. একই বাক্য রচনায় সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে কী বলে?/বাণী ব্যাংকের জুনিয়র অফিসার। ১৯/
গুরুচণ্ডালী দোষ
দ্বিত্বজনিত ভুল
বাহুল্য দোষ
বাচ্যজনিত দোষ
5464. অর্থ অনুসারে 'হরিণ' কোন ধরণের শব্দ? [১৫তম শিক্ষক নিবন্ধন: ১৯]
যৌগিক
যোগরূঢ়
মৌলিক
রূঢ়ি
5465. 'বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে'- কোন ধরনের বাক্য? সিওজের কার্য সহকারী। ২২/ গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসার। ২২ / উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২১/ বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ২১/
সরল
জটিল
যৌগিক
মিশ্র
5466. কোনটি যৌগিক শব্দ? (বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর। ১৯/
তৈল
দৌহিত্র
রেশম
মহাযাত্রা
5467. 'লোকটি যদিও ধনী, তবুও সে কৃপণ' কোন ধরনের বাক্য? প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/
যৌগিক
খণ্ড
জটিল
সরল
5468. বলকযুক্ত শব্দের উদাহরণ কোনটি? (বিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিসার: ২১/
আকাশে
চলন্ত
যদিও
বাতাস
5469. নিচের কোনটি যৌগিক শব্দ? (বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক। ২০)
হস্তী
পংকজ
গবেষণা
কোনোটিই নয়
5470. 'সকল শিক্ষকগণ আজ উপস্থিত' বাক্যটি কোন দোষে দুষ্ট? (সওজের কার্য সহকারী: ২২/ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/
গুরুচণ্ডালী দোষ
বাহুল্য দোষ
বিদেশী শব্দ দোষ
দুর্বোধ্যতা দোষ
5471. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে- (প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/
জটিল বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
5472. 'শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান'- এটি কোন ধরনের বাক্য? /কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর অডিটর। ১৯।
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
খণ্ডবাক্য
5473. কোনটি মৌলিক শব্দ? এনএসআই এর সহকারী পরিচালক: ২১।
বাঁশি
তৈল
মা
জলধি
5474. বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র। কোন ধরনের বাক্য? জিনতা ব্যাংকের অফিসার (ক্যাশ): ২০)
সরল বাক্য
মিশ্র বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
5475. 'একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন'- কোন ধরনের বাক্য? প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/
যৌগিক
সরল
খণ্ড
জটিল
5476. কোনটি যোগরূঢ় শব্দ? ।জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী: ২১।
গায়ক
মহাযাত্রা
সন্দেশ
বাবুয়ানা
5477. 'নালিশটা অযৌক্তিক' কোন ধরনের বাক্য? সমন্বিত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার: ১৯।
নেতিবাচক
প্রশ্নবাচক
অস্তিবাচক
অনুজ্ঞাবাচক
5478. 'তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না' কোন ধরনের বাক্য? প্রাথমিক সহকারী শিক্ষক। ১৯/
যৌগিক
খণ্ড
সরল
জটিল
5479. মৌলিক শব্দ কোনটি? [১৫তম প্রভাষক নিবন্ধন (কলেজ): ১৯]
শ্রবণ
পরিষ্কার
পাঠক
কালো
5480. 'বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে' বাক্যটি কোন শ্রেণির? বেসামরিক বিমান চলাচলের সিনিয়র অফিসার: ২১/ প্রাথমিক সহকারী শিক্ষক। ১৯/
জটিল
সরল
মিশ্র
যৌগিক