Bangla MCQ
5501. 'যেমন কাজ করবে, তেমন ফল পাবে।' বাক্যটির সরল রূপ কোনটি? (সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা অফিসার: ১০)
কাজ অনুযায়ী ফল পাবে
কাজের উপর ফল নির্ভর করে
ফলেই কর্মের পরিচয়
যেমন কর্ম তেমন ফল
5502. 'লোকটি ধনী, কিন্তু কৃপণ' কোন ধরনের বাক্য? নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর। ২৩/১৭তম শিক্ষক নিবন্ধন। ২২)
জটিল
মিশ্র
যৌগিক
সরল
5503. নিচের কোন শব্দটি তৎসম শব্দ? (সিজিএ এর জুনিয়র অডিটর: ২২/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৭)
জীবন
পেট
গোয়ালা
ডিঙ্গি
5504. 'ভাল ফলের চেষ্টা কর'। এটি কোন ধরনের বাক্য? সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৮/
ইচ্ছাবোধক
অনুজ্ঞাবাচক
নির্দেশাত্মক
বিস্ময়বোধক
5505. সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কি বলে? (পাসপোর্ট এও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক: ০৩)
দেশি শব্দ
তৎসম শব্দ
অর্ধ -তৎসম শব্দ
তদ্ভব শব্দ
5506. 'কাজটি শেষ করার জন্য সে আদা-কাঁচকলা খেয়ে নেমেছে।' বাক্যটি কী হারিয়েছে? সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর: ২০০০
আকাঙ্ক্ষা
পদক্রম
আসত্তি
যোগ্যতা
5507. 'গৃহিণী' কি জাতীয় শব্দ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৫)
বিদেশি
সংস্কৃত
আধা-সংস্কৃত
দেশি
5508. যেসব সংস্কৃত শব্দ কোনোরূপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে তাদেরকে কি বলে? (বেসিক ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ১২)
তৎসম শব্দ
অর্ধ-তৎসম শব্দ
তদ্ভব শব্দ
মিশ্র শব্দ
5509. 'তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান।' কোন ধরনের বাক্য? (রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার (ফাইন্যান্সিয়াল এনালিস্ট)। ২০০০
সরল
খণ্ডবাক্য
জটিল
যৌগিক
5510. 'সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।' কোন শ্রেণির বাক্য? অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার: ১৩/
সরল
জটিল
মিশ্র
যৌগিক
5511. 'গাড়িঘোড়া চড়লে লেখাপড়া কর'। এই সরল বাক্যটির যৌগিকরূপ কোনটি? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (সিলেট): ০৫)
লেখাপড়া কর, তাহলে গাড়িঘোড়ায় চড়তে পারবে
লেখাপড়া কর, গাড়িঘোড়ায় চড়তে পারবে
লেখাপড়া করে যেই, গাড়িঘোড়া চড়ে সেই
গাড়িঘোড়ায় চড়ার জন্য প্রয়োজন লেখাপড়া
5512. তৎসম শব্দ কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা): ০৭]
বৈষ্ণব
চামার
নক্ষত্র
ঈমান
5513. 'তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি' এটা কোন ধরনের বাক্য? ১৮তম বিসিএসা
যৌগিক বাক্য
সরল বাক্য
সাধারণ বাক্য
মিশ্র বাক্য
5514. নিচের কোনটি তৎসম শব্দ? (৬৯ বেসরকারী শিক্ষক নিবন্ধন: ১০)
চাঁদ
বালতি
ভবন
হরতাল
5515. 'তিনি সৎ, কিন্তু কৃপণ' কোন ধরনের বাক্য? ১১তম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১৪)
সরল বাক্য
বিস্ময়বোধক বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
5516. কোনটি তৎসম শব্দ? (বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ০১)
চা
কান
চেয়ার
ধর্ম
5517. তৎসম শব্দ বলতে কি বোঝায়? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১২)
তদ্ভব শব্দ
সংস্কৃত শব্দ
দ্বিরুক্তি
কৃদন্ত শব্দ
5518. ব্যুৎপত্তিগতভাবে (উৎসগত বিচারে / উৎপত্তি অনুসারে) বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? (সওজের উপ-সহকারী প্রকৌশলী। ২২/ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক: ১৯/ সোনালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার: ১৮)
চারটি
পাঁচটি
দুইটি
তিনটি
5519. 'সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে।' কোন ধরনের বাক্য? বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসার। ১৬।
সরল
জটিল
মিশ্র
যৌগিক
5520. যেসব শব্দ মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে কি বলে? (সিজিডিএফ এর অডিটর: ১৯)
যৌগিক শব্দ
রূঢ়ি শব্দি
যোগরূঢ় শব্দ
মৌলিক শব্দ