Image
Bangla Questions
5481. 'পড়া শেষে খেলতে যাবো' এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত? সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা। ১৩/
স্পৃহা
অভ্যাস
আসত্তি
অভিপ্রায়
5482. নিচের কোনটি যোগরূঢ় শব্দ? [বিএডিসি'র হিসাব সহকারী: ১৯]
দৌহিত্র
তুরঙ্গম
বাঁশি
তৈল
5483. 'খোদা তোমার মঙ্গল করুন' কী অর্থে ব্যবহার করা হয়েছে? অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী: ১১)
উপকার
প্রার্থনা
বিধান
কোনোটিই নয়
5484. 'তবু না বলা কথাটি সবাই মেনে নেয়' বাক্যটির নেতিবাচক রূপ- সোনালী ব্যাংক লি. সিনিয়র অফিসার। ১৮/
তবু না বলা কথাটি সবাই মেনে নেয় না
তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না
তবু না বলা কথাটি সবার না মানার উপায় থাকে না
তবু না বলা কথাটি সবার মানতে হয়
5485. কোনটি মৌলিক শব্দ? (৩৭তম বিসিএস)
ফুলেল
হাতল
গোলাপ
ধাতব
5486. যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? (পিটিআই এর শিক্ষক: ১৯)
জলজ
সহজ
জলদ
বনজ
5487. যোগরূঢ় শব্দ কোনটি? (দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর: ১৯)
ঝরনা
পাথার
নদী
জলধি
5488. 'প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে'। বাক্যটির নেতিবাচক রূপ নিচের কোনটি? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক। ১৮
প্রিয়ংবদা যথার্থ কহে নাই
প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে
প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
কোনোটিই নয়
5489. 'কর্ম কর, অনুরূপ ফল পাবে।' গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য? ১২শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা। ১৮/
সরল
যৌগিক
জটিল
কার্যকারণাত্মক
5490. কোনটি রূঢ়ি শব্দ? [সোনালী ব্যাংক অফিসার (মুক্তিযোদ্ধা): ১৯]
জলধি
কর্তব্য
মধুর
প্রবীণ
5491. কোনটি যোগরূঢ় শব্দ? (১৬তম প্রভাষক নিবন্ধন। ১৯)
পঙ্কজ
প্রবীণ
সন্দেশ
গায়ক
5492. . 'বাংলাদেশ যেন জয়লাভ করে।'- এটি কোন ধরনের বাক্য? (১২শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা। ১৮
আবেগসূচক
বর্ণনাত্মক
প্রার্থনাসূচক
অনুজ্ঞাসূচক
5493. 'সন্দেশ' কোন শ্রেণির শব্দ/ 'সন্দেশ' অর্থগত দিক থেকে কোন শ্রেণির শব্দ? (পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী পরিচালক: ১৬)
মৌলিক
রূঢ়ি
যৌগিক
যোগরূঢ়
5494. 'মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে' বাক্যটিকে বাক্যে রূপান্তর করলে হয়- (৩৬তম বিসিএস)
মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
5495. . নিচের কোনটি নেতিবাচক বাক্য? /বাংলাদেশ সহকারী কর্ম-কমিশন এর সহকারী পরিচালক: ০৬/
হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল
হৈম তাহার অর্থ বুঝিল না
হৈম কি তাহার অর্থ বুঝিল না
হৈম তাহার অর্থ বুঝিল!
5496. 'বল বীর বল উন্নত মম শির।' বাক্যটি কী? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক: ১৯/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। ০৫।
ইচ্ছাসূচক
বিস্ময়বোধক
আদেশসূচক
প্রশ্নসূচক
5497. সুহৃদ কী ধরনের শব্দ? (১১তম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১৪)
মৌলিক
যোগরূঢ়
রূঢ়ি
যৌগিক
5498. চাঁদ+মুখ কোন ধরনের শব্দ? (পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা: ০৬)
মৌলিক শব্দ
যোগরূঢ় শব্দ
সাধিত শব্দ
যৌগিক শব্দ
5499. 'তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না'। নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। ১১)
তাদের ভুলটা ভাঙতে দেরি হয়
তাদের ভুলটা দেরিতে ভাঙে
অচিরেই তাদের ভুল ভাঙে
5500. কোনটি সাধিত শব্দ নয়? (৩২তম বিসিএস)
পানসা
গোলাপ
মানব
একাঙ্ক